মুম্বইয়ের বিরুদ্ধে পাখির মতো উড়ে গিয়ে দর্শক কাঁপানো ক্যাচ মণীশ পান্ডের, দেখুন

প্রায় ১৫ গজ দৌড়ন মণীশ পান্ডে। তারপর ঝাঁপিয়ে মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ধরে ফেলেন ইশানকে

Updated By: Oct 4, 2020, 10:51 PM IST
মুম্বইয়ের বিরুদ্ধে পাখির মতো উড়ে গিয়ে দর্শক কাঁপানো ক্যাচ মণীশ পান্ডের, দেখুন

নিজস্ব প্রতিবেদন: শারজায় দর্শক গ্যালারি কাঁপিয়ে দিলেন মণীশ পান্ডে। মুম্বই ইন্ডিয়ান্সের ইশান কিষাণকে ফেরালেন দুরন্ত এক ক্যাচ তালুবন্দি করে।

পড়ুন-কেন্দ্রের চিঠিতে 'গোর্খাল্যান্ড', বুধবার বৈঠক; বাংলা ভাগের ষড়যন্ত্র: TMC 

হায়দরাবাদের পেসার সন্দীপ শর্মাকে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন ইশান কিষাণ।  ১৫ ওভারের শেষ বলে মারা ওই শর্টকে তাড়া করে প্রায় ১৫ গজ দৌড়ন মণীশ পান্ডে। তারপর ঝাঁপিয়ে মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ধরে ফেলেন ইশানকে। এবছর আইপিএল এটি অন্যতম সেরা একটি ক্যাচ।

তেইশ বল খেলে ৩১ রান করে ফিরে যান ইশান। সন্দীপ শর্মার এটি দ্বিতীয় শিকার। পান্ডের ওই ক্যাচটি দেখে প্রাক্তন স্পিনার মুরলী কার্তিক বলে ওঠেন, একেবারে স্যুইমিং পুল ডাইভ। সিম্পলি আউটস্ট্যান্ডিং।

পড়ুন-কমছে না করোনার দাপট, গত একদিনে মৃতের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা

উল্লেখ্য, এদিন সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষ চলে এল মুম্বই। টসে জিতে ব্যাট করে ২০ ওভারে ২০৮ রান করে মুম্বই।  ওই রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৭৪ রানেই আটকে যায় হায়দরাবাদ।

.