IPL 2021: 'আমার বেতন বাড়িয়ে দেওয়া হোক'! Amit Mishra বলেছিলেন Virender Sehwag কে
চিপকে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে একাই সব আলো শুষে নিয়েছিলেন অমিত মিশ্র৷
নিজস্ব প্রতিবেদন: চিপকে দিল্লি ক্যাপিটালস (DC) বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ম্যাচে একাই সব আলো শুষে নিয়েছিলেন অমিত মিশ্র (Amit Mishra)৷ দিল্লির ৩৮ বছরের স্পিনারের জালে জড়িয়ে মুম্বই ১৩৭ রানে গুটিয়ে গিয়েছিল৷ জবাবে দিল্লি ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল অনায়াসে৷ চার ওভার বল করে ২৪ রান দিয়ে মুম্বইয়ের চার উইকেট তুলে নেন অমিত৷ অমিতের আইপিএলে একাধিক রেকর্ড আছে৷ তার মধ্যে অন্যতম হ্যাটট্রিকের রেকর্ড৷ তিনবার হ্যাটট্রিক করেছেন তিনি৷ এমনটা আর কেউ পারেননি৷ ২০০৮ সালে দিল্লির হয়ে প্রথম হ্যাটট্রিক করেন অমিত৷ হ্যাটট্রিকের পর অমিত তাঁর বেতন বাড়ানোর আবদার করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগের (Virender Sehwag) কাছে৷ বীরুই এই ঘটনা শেয়ার করেছেন ম্যাচের পর৷
আরও পড়ুন: IPL 2021: Rohit কে আউট করে জোড়া রেকর্ডে আইপিএল ইতিহাস লিখলেন Amit
ক্রিকবাজ-এ লাইভ সেশন চলাকালীন বীরু বলছিলেন, "অমিত খুব শান্ত স্বভাবের একটা ছেলে৷ সবার সঙ্গে নম্রতার সঙ্গে কথা বলে৷ এই স্বভাবের জন্যই অমিত সহজেই সকলের সঙ্গে মিশে যায়৷ দলে প্রত্যেকের প্রিয়ও হয়ে যায়৷ ও মার খেলেও, বাকিরা ওর জন্য খুব ভাবে৷ ও যখন উইকেট পায়, সবাই ওর জন্য তেমনই খুশীও হয়৷ আমার এখনও মনে আছে, ও যখন প্রথম হ্যাটট্রিক করেছিল, আমি ওকে বলেছিলাম, যে ওর কী চাই! ও বলেছিল বীরু ভাই আমার বেতনটা বাড়িয়ে দাও৷ আশা করি ও এখন সেই পরিমাণ টাকাই পায়, যাতে ওকে হ্যাটট্রিক করার পর আর বেতন বাড়ানোর কথা বলতে হয় না৷"