Virender Sehwag on MS Dhoni: 'খুব সাবধান, নির্বাসিত হয়ে যেতে পার!' ধোনিকে কেন সতর্ক করলেন বীরু?

আরসিবি-র বিরুদ্ধে ৮ রানে জিতেছে সিএসকে। যদিও 'ইয়েলো আর্মি'-র বোলারদের ছেড়ে কথা বললেন না 'নজফগড়ের নবাব'। আসলে এই ম্যাচে চেন্নাই বোলাররা প্রচুর অতিরিক্ত রান দিয়েছেন। সেহওয়াগের কথায়, এমন চলতে থাকলে স্লো ওভার রেটের কারণে দলের অধিনায়ক ধোনি বেশ কয়েকটি ম্যাচ নির্বাসিত পর্যন্ত হতে পারেন।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 18, 2023, 07:17 PM IST
Virender Sehwag on MS Dhoni: 'খুব সাবধান, নির্বাসিত হয়ে যেতে পার!' ধোনিকে কেন সতর্ক করলেন বীরু?
ধোনিকে সতর্ক করলেন বীরু।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫ ম্যাচে ৩টি জয়। সঙ্গে ২টি হার। ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। বাঁ হাঁটুর চোট উপেক্ষা করে দুরন্ত অধিনায়কত্ব করে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তবে 'ক্যাপ্টেন কুল' (Captain Cool) কিন্তু নির্বাসিতও হতে পারেন। কারণ গত ৫ ম্যাচে ইতমধ্যেই ৫৯ রান অতিরিক্ত রান দিয়েছে চেন্নাই। ফলে স্লো ওভার রেটের দায়ে নির্বাসিত হতে পারেন ধোনি। আর তাই অঘটন ঘটে যাওয়ার আগেই পুরনো বন্ধুকে সতর্ক করলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। বীরুর স্পষ্ট দাবি, 'এখনই সতর্ক হয়ে যাও। নাহলে কিন্তু হয়ে যেতে পার!' 

এবার এখনও পর্যন্ত ৫ ম্যাচে মোট ৫৯ অতিরক্ত রান দিয়েছে চেন্নাই। গুজরাতের বিরুদ্ধে (লেগ বাই-৬, নো বল-২, ওয়াইড-৪) ১২ রান দিয়েছিল চেন্নাই। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে জিতলেও সিএসকে-র বোলাররা অতিরিক্ত (লেগ বাই-২, নো বল-৩, ওয়াইড-১৩) ১৮ রান দিয়েছিল। ফলে সেই ম্যাচ জিতলেও সতীর্থ অধিনায়কত্ব ছাড়ার হুমকি দিয়েছিলেন ধোনি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও একেবারে হাল ফেরেনি। সেই ম্যাচে (বাই-১, লেগ বাই-২, ওয়াইড-৫) ৮ রান দিয়েছিল সিএসকে। এরপর ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচে ধোনি ও জাদেজা শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচ জেতাতে পারেননি। সেবার মোট (ওয়াইড-১০) ১০ অতিরিক্ত রান দিয়েছিল চেন্নাই। এবং শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অতিরিক্ত (লেগ বাই-৫, ওয়াইড-৬) ১১ রান বিলিয়েছিল ধোনির দল। 

আরও পড়ুন: Sourav Ganguly, IPL 2023: পরপর পাঁচ ম্যাচ হেরে যাওয়া দিল্লিকে কীভাবে তাতালেন লড়াকু সৌরভ? দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Virat Kohli vs Sourav Ganguly Controversy: সৌরভের সঙ্গে মহাবিতর্কের পর এই প্রথমবার মুখ খুললেন বিরাট, কী বললেন?

শেহওয়াগ বললেন, "ধোনির মুখটা দেখে একেবারেই খুশি বলে মনে হচ্ছিল না। এর আগেও দলের বোলারদের এই ব্যাপারটা নিয়ে সতর্ক করেছিল। নো-বল এবং ওয়াইডের সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চেন্নাইয়ের বোলাররা ২-৩ বছর ধরেই অতিরিক্ত বল করছে। আর এই ম্য়াচে তো প্রায় ১ ওভার অতিরিক্ত রান দিয়েছে। যেখানে ধোনি নির্বাসনের মুখে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় এমন ভুলভ্রান্তি একেবারে মেনে নেওয়া যায় না। এমনটা চলতে থাকলে ধোনিকে ছাড়াই এরপর চেন্নাইকে মাঠে নামতে হবে।' 

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, "ধোনির হাঁটুতে যে চোট রয়েছে, তাতে হয়ত আর কয়েকটা ম্যাচই ও খেলতে পারবে। আমার বন্ধু বারবার নিজেকে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু, দলের বোলাররা যদি এমন পারফরম্যান্স করে, এত বেশি বেশি করে ওয়াইড এবং নো বল করে, তাহলে ধোনিকে বাধ্য হয়েই বিশ্রাম নিতে হবে।'

আরসিবি-র বিরুদ্ধে ৮ রানে জিতেছে সিএসকে। যদিও 'ইয়েলো আর্মি'-র বোলারদের ছেড়ে কথা বললেন না 'নজফগড়ের নবাব'। আসলে এই ম্যাচে চেন্নাই বোলাররা প্রচুর অতিরিক্ত রান দিয়েছেন। সেহওয়াগের কথায়, এমন চলতে থাকলে স্লো ওভার রেটের কারণে দলের অধিনায়ক ধোনি বেশ কয়েকটি ম্যাচ নির্বাসিত পর্যন্ত হতে পারেন। সেই আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তাই ধোনি ও তাঁর দলকে আগেভাগে সতর্ক করে দিলেন প্রাক্তন মারকুটে ওপেনার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.