RR vs RCB | IPL 2023: মাত্র ৫৯ রানে অলআউট! লজ্জার ইতিহাস রাজস্থানের, অক্সিজেন পেল আরসিবি

Rajasthan Royals bowled out for 3rd lowest total in IPL history: ঘরের মাঠে লজ্জার ইতিহাসে নাম লেখাল রাজস্থান রয়্যালস। ১১২ রানে তারা হারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। মাত্র ৫৯ রানে অলআউট হয়ে লজ্জার ইতিহাস লিখল রাজস্থান।

Updated By: May 14, 2023, 07:32 PM IST
RR vs RCB | IPL 2023: মাত্র ৫৯ রানে অলআউট! লজ্জার ইতিহাস রাজস্থানের, অক্সিজেন পেল আরসিবি
উইকেট নেওয়ার পর পার্নেলের উচ্ছ্বাস। ছবি-আইপিএল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) নিজেদের ঘরের মাঠে সোয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium, Jaipur) লজ্জার ইতিহাস লিখল। রবিবাসরীয় জয়পুরে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল খেলতে নেমেছিল ফাফ দু প্লেসিসের (Faf du Plessis) রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে। আরসিবি টসে জিতে প্রথমে ব্যাট করে ১৭১ রান তুলেছিল। সৌজন্যে ফাফ (৪৪ বলে ৫৫) ও গ্লেন ম্যাক্সওয়েলের (৩৩ বলে ৫৪) অর্ধ-শতরানের ইনিংস। আরসিবি-র এই রান তাড়া করতে নেমে রাজস্থান গুটিয়ে গেল মাত্র ৫৯ রানে। আরসিবি ডু-অর-ডাই ম্যাচে ১১২ রানে জিতে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল। 

আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন তিন স্কোর
৪৯- আরসিবি বনাম কেকেআর, ২০১৭
৫৮- আরআর বনাম আরসিবি, ২০০৯
৫৯- আরআর বনাম আরসিবি, ২০২৩

আরও পড়ুনPiyush Chawla: ৩৪ বছরেও ফোটাচ্ছেন ফুল, প্রত্যাবর্তনের নেপথ্যে এক বাবার আবেগ! অকপট পিযূষ

আরসিবি-হয়ে মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল নেন ১ উইকেট করে। ওয়েন পার্নেল তুলে নেনে তিন উইকেট। মিশেল ব্রেসওয়েল ও করণ শর্মা পেয়েছেন একটি করে উইকেট। রাজস্থান এদিন প্রথম পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ২৮ রানে। ছয়ে নেমে শিমরন হেটমায়ার ১৯ বলে ৩৫ রান না করলে রাজস্থানের লজ্জা আরও বাড়ত। চলতি মরসুমের সবচেয়ে হতশ্রী পারফরম্যান্স রাজস্থানের। 'ম্যাচের পর রাজস্থানের অধিনায়ক সঞ্জু বলেন, 'আমরা সাধারণত পাওয়ারপ্লে-তে মরিয়া খেলি। কিন্তু আজ তা হয়নি। আমাদের মূল্যায়ন করতে হবে এই পারফরম্যান্স। যার জন্য কিছু সময় লাগবে। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের ধরন, পাওয়ারপ্লেতে হার্ড ক্রিকেট খেলতে হবে, উইকেট স্লো হয়ে যাবে জেনেও। এই ম্যাচে আমাদের জন্য এটা কাজ করেনি। তবে কৃতিত্ব দিতে হবে আরসিবি-র বোলার এবং দলকে। ওদের অসাধারণ প্রাণশক্তি ছিল এবং সত্যিই এই ম্যাচটি জিততে চেয়েছিল।' ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আরসিবি চলে এল পাঁচে। শেষ চারের দৌড়ে থাকল তারাও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.