KKR | IPL 2025 Auction: বেস প্রাইসের ১২ গুন দাম দিলেন শাহরুখরা ! ২৩.৭৫ কোটিতে কলকাতায় ৬ ফুট ৪ ইঞ্চির স্টার!

Venkatesh Iyer Back In KKR: ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকায় দলে ফেরাল কেকেআর!

Updated By: Nov 24, 2024, 09:05 PM IST
KKR | IPL 2025 Auction: বেস প্রাইসের ১২ গুন দাম দিলেন শাহরুখরা ! ২৩.৭৫ কোটিতে কলকাতায় ৬ ফুট ৪ ইঞ্চির স্টার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের জেদ্দায় জোর কদমে চলেছে আইপিএল মেগা নিলাম (IPL 2025 Auction)। ৫৭৪ জন ক্রিকেটার নিলামে। দু’দিনে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির দল নির্ধারণ হবে। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও রয়েছেন। ক্যাপড বিদেশি ১৯৩ জন ও  আনক্যাপড বিদেশি ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। নিলামে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটাররাই রাজত্ব করছেন বুক ফুলিয়ে।

কলকাতা নাইট রাইডার্স (KKR) শুরু থেকেই নিলামে হাত গুটিয়ে রেখেছিল। কিন্তু আচমকাই তারা তেড়েফুড়ে ওঠে 'ঘরের ছেলে' ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ফেরাতে। মরিয়া লড়াই করে শেষ পর্যন্ত শাহরুখ খানের টিম ২৩.৭৫ কোটিতে ভেঙ্কির সার্ভিস নিশ্চিত করেছে।

আরও পড়ুন: নিলামে কে কত টাকা নিয়ে বাজারে এসেছে? পকেটে ১০০ কোটি আছে শুধু এই দলেরই!

কলকাতা নাইট রাইডার্সের আছে ৫১ কোটি টাকা নিয়ে আইপিএল নিলামে বাজার করতে এসেছে। তিনবার ট্রফিজয়ী টিম সুনীল নারিন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে নিয়ে মোট ছয় ক্রিকেটারকে ধরে রেখেছিল। ফলে তাদের হাতে আরটিএম কার্ড ছিল না। ফলে ভেঙ্কটেশের জন্য় সেই কার্ড তারা ব্য়বহার করতে পারেনি। মধ্য়প্রদেশের ২৯ বছরের অলরাউন্ডারকে নেওয়ার জন্য় লখনউ ও বেঙ্গালুরুও ঝাঁপিয়েছিল। শেষে রীতিমতো কলকাতা-বেঙ্গালুরুর দড়ি টানাটানি শুরু হয়েছিল। যদিও ভেঙ্কিকে ফেরাতে কোনও কার্পণ্য় করেনি কেকেআর।

১০ বছর পর কলকাতায় এসেছে আইপিএল ট্রফি। সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে কেকেআর। ২০১২, ২০১৪ সালের পর ফের ২০২৪ সালে আইপিএল চ্য়াম্পিয়ন শাহরুখের ফ্র্য়াঞ্চাইজি। গোটা টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেছেন ভেঙ্কি। এমনকী ফাইনালে ২৬ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসও খেলেছেন তিনি। ২০২১ সাল থেকে কেকেআরের সংসারে ভেঙ্কি। তাঁকে রেখেই দিল নাইটরা। কেকেআর রহমানুল্লাহ গুরবাজকে ২ কোটি টাকায় দলে ফিরিয়েছে। এছাড়াও কেকেআর নিয়েছে কুইন্টন ডি কককে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় ডি কক এবার কেকেআরের। প্রোটিয়া পেসার অ্যানরিখ নোকিয়াকে কেকেআর নিল ৬ কোটি ৪০ লক্ষ টাকায়

আরও পড়ুন: IPL Auction 2025 Live Updates 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.