বড় ম্যাচের টিকিট বিক্রি নিয়ে সংঘর্ষ ইডেন চত্বরে
কেকেআর ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ মানুষ মহমেডান মাঠে ভাঙচুর চালালো। টিকিট না পেয়ে বেশ কিছুক্ষণ তাঁরা রেড রোড অবরোধ করে রাখেন। পুলিস এসে অবরোধ তুলে দেয়।
কেকেআর ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ মানুষ মহমেডান মাঠে ভাঙচুর চালালো। টিকিট না পেয়ে বেশ কিছুক্ষণ তাঁরা রেড রোড অবরোধ করে রাখেন। পুলিস এসে অবরোধ তুলে দেয়।
৫ মে ইডেনের নাইট রাইডার্স ম্যাচের টিকিট কাটার জন্য রবিবার ভোর থেকেই মহমেডান মাঠে লাইন দেন অসংখ্য মানুষ। দশটা থেকে টিকিট বিক্রি শুরু হলেও হঠাৎই ১১টা ২০ নাগাদ টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। টিকিট কাউন্টার থেকে বলা হয় টিকিট শেষ হয়ে গেছে। এতেই ক্ষেপে যান লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা। ভাঙচুর চলে টিকিট কাউন্টারে। তারপর রেড রোড অবরোধ করেন তাঁরা। ক্ষুব্ধ জনতার অভিযোগ দালালরা ভেতর থেকে টিকিট নিয়ে নেওয়ায় টিকিট ফুরিয়ে যায়।
ঘটনাস্থলে পৌঁছে ডিসি সাউথ ডিপি সিং সোমবার থেকে টিকিট বিক্রির আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিসের বিরুদ্ধে নিয়ম ভেঙে টিকিট কাটার অভিযোগকেও খতিয়ে দেখবেন বলে তিনি জানান।