শ্রীনিকে ধিক্কার দিয়ে আসল ফেয়ার প্লে ট্রফি জিতল কলকাতা

`দিজ ইজ নট ক্রিকেট`। এই স্লোগানটার যোগ্য সম্মান রাখল কলকাতা। কলকাতা দেখিয়ে দিল ভালকে যেমন অন্তরের সঙ্গে গ্রহণ করতে হয়, খারাপ তেমন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। সেটাই করে দেখাল কলকাতা। রবিরার রাতের ইডেন তারই সাক্ষী থাকল।

Updated By: May 27, 2013, 07:48 PM IST

`দিজ ইজ নট ক্রিকেট`। এই স্লোগানটার যোগ্য সম্মান রাখল কলকাতা। কলকাতা দেখিয়ে দিল ভালকে যেমন অন্তরের সঙ্গে গ্রহণ করতে হয়, খারাপ তেমন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। সেটাই করে দেখাল কলকাতা। রবিরার রাতের ইডেন তারই সাক্ষী থাকল।
বোর্ডের স্বার্থান্বেষী কর্তারা যা পারেননি তাই করে দেখিয়েছেন কলকাতার দর্শকরা। ইডেন গার্ডেন্সের মাঝে দাঁড়িয়ে দর্শকদের ধিক্কার শুনতে হয়েছে গদি ছাড়তে নারাজ শ্রীনিবাসনকে। প্রথমবার যখন পুরস্কারদাতাদের তালিকায় তাঁর নাম ঘোষিত হয়। দ্বিতীয়বার যখন ট্রফি তুলে দিতে যান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের হাতে। ট্রফি তুলে দিয়েই দর্শকদের ধিক্কারের মধ্যে ইডেন ছেড়েছিলেন।
আর সোমবার ভোরের আলো ফোটার আগেই কলকাতা ছাড়েন ভারতীয় ক্রিকেট বোর্ডের  বিতর্কিত সভাপতি। নিজের শহর চেন্নাইয়ে পৌঁছে ফের গলার জোর ফিরে পান তিনি। নিজের চিরাচরিত ঔদ্ধত্য বজায় রেখে শ্রীনিবাসন জানিয়ে দেন কুর্সি ছাড়ার প্রশ্ন নেই।
 
বোর্ড সভাপতির সঙ্গেই শহর ছাড়েন তাঁর স্নেহধন্য মহেন্দ্র সিং ধোনিও। পরপর দুবার আইপিএল ফাইনালে হারতে হয়েছে ধোনির দলকে। হতাশ সস্ত্রীক ভারত অধিনায়ক সকালেই কলকাতা ছেড়ে চলে যান। তার সঙ্গে শহর ছাড়েন রায়না সহ চেন্নাই দলের বেশ কয়েকজন সদস্য। 

.