India vs West Indies: প্রায় এক বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করলেন এই ক্রিকেটার!

প্রায় এক বছর দেশের হয়ে টি-২০ খেলেননি কুলদীপ যাদব!

Updated By: Feb 15, 2022, 10:27 AM IST
India vs West Indies: প্রায় এক বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করলেন এই ক্রিকেটার!
ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

নিজস্ব প্রতিবেদন: কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অনুষ্ঠিত আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলা হবে না ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)। চোটের জন্য এই অলরাউন্ডার খেলতে পারবেন না বলেই সোমবার রাতে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)। সুন্দরের পরিবর্তে দলে এলেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)। 

বিসিসিআই বিবৃতিতে লিখেছে, "অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর বাঁদিকের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। গত শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন সুন্দর।" চোট-আঘাতে রীতিমতো জর্জরিত সুন্দর। গতবছর আইপিএলের দ্বিতীয় ভাগে খেলতে পারেননি তিনি। এরপর ইংল্যান্ড সফরে গিয়ে আঙুলে চোট পেয়ে টি-২০ বিশ্বকাপ খেলা হয়নি সুন্দরের। এমনকী করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও যেতে পারেননি সুন্দর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন করে ফের ছিটকে গেলেন চেন্নাইয়ের বছর বাইশের ক্রিকেটার।

আরও পড়ুন: IPL Auction 2022: কেন CSK-তে জায়গা পেলেন না 'চিন্না থালা' Suresh Raina? জানাল ফ্রাঞ্চাইজি

অন্যদিকে কুলদীপ প্রায় এক বছর পর ওয়ানডে দলে প্রত্যাবর্তন করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। পান দু'টি উইকেট। গত বছর অগাস্টে শ্রীলঙ্কায় শেষবার টি-২০ সিরিজ খেলা কুলদীপ প্রায় এক বছর ফিরলেন টি-২০ দলে। আইপিএলে তাঁকে খেলতে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছিলেন ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul) ও অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। চোটের জন্যই খেলা হচ্ছে না এই দুই ক্রিকেটারের। তাঁদের পরিবর্তে দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও দীপক হুডা (Deepak Hooda)। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রতিটি ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। প্রথম ম্যাচ ১৬ ফেব্রুয়ারি (বুধবার), দ্বিতীয় ম্যাচ (শুক্রবার), সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ ২০ ফেব্রুয়ারি (রবিবার)।

টি-২০ সিরিজে ভারতের ১৮ সদস্যের স্কোয়াড: রোহিত শর্মা (Rohit Sharma, Captain), ঈশান কিশান (Ishan Kishan), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav), ঋষভ পন্থ (Rishabh Pant, wicket-keeper), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), দীপক চাহার (Deepak Chahar), শার্দূল ঠাকুর (Shardul Thakur), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), মহম্মদ সিরাজ (Mohd. Siraj), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), আবেশ খান (Avesh Khan),  হর্ষল প্যাটেল (Harshal Patel), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) দীপক হুডা (Deepak Hooda), ও কুলদীপ (Kuldeep Yadav)

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App  

.