BCCI-এর বস! সৌরভকে শুভেচ্ছা লক্ষ্মণ-সেওয়াগের
প্রশাসক সৌরভের ওপর আস্থা রাখছেন জাতীয় দলের সতীর্থ লক্ষ্মণ-সেওয়াগ।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের হাতে থাকা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দায়িত্বে মহারাজ। এবার নতুন করে পথ চলা শুরু হবে বিসিসিআই-এর। একসময় অধিনায়ক সৌরভ ভারতীয় ক্রিকেটকে নয়া দিশা দিয়েছিলেন। সেই সৌরভ এবার প্রশাসকের ভূমিকায়। প্রশাসক সৌরভের ওপর আস্থা রাখছেন জাতীয় দলের সতীর্থ লক্ষ্মণ-সেওয়াগ।
নতুন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে টুইট করে শুভেচ্ছা জানিয়ে ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, " BCCI প্রেসিডেন্ট হওয়ার জন্য সৌরভ গাঙ্গুলিকে অভিনন্দন জানাই। এ বিষয়ে আমার মনে কোনও সন্দেহ নেই, যে তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট উন্নতি করবে। নতুন ভূমিকায় তোমার সাফল্য কামনা করি, দাদা।" রিটুইট করে সৌরভ লিখেছেন, "ধন্যবাদ ভিভিএস। তোমাকেও পাশে থাকতে হবে।"
Thank u Vvs ..your contributions will be very important
— Sourav Ganguly (@SGanguly99) October 15, 2019
লক্ষ্মণের পাশাপাশি বীরেন্দ্র সেওয়াগও নিজের ঢঙেই টুইট করে সৌরভকে অভিনন্দন জানিয়েছেন।
Congratulations Dada @SGanguly99 . Der hai Andher nahi.
Great signs for Indian Cricket. May this stint bevan extension of the tremendous contribution you have already had on Indian cricket.— Virender Sehwag (@virendersehwag) October 15, 2019
সোমবার মনোনয়ন জমা দিয়েই লক্ষ্য স্থির করে ফেলেছেন নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা থেকে স্বার্থের সংঘাত ইস্যু - সর্বোপরি বোর্ডের ভাবমূর্তি ফেরাতে উদ্যোগী সৌরভ।
আরও পড়ুন - নিষেধাজ্ঞা উঠে গেল, আইসিসি-র সদস্যপদ ফিরে পেল জিম্বাবোয়ে