ভারতের মাটিতে এবার বসতে চলেছে লেজেন্ডদের এল ক্লাসিকোর আসর

ভারতের মাটিতে এবার বসতে চলেছে লেজেন্ডদের এল ক্লাসিকোর আসর। যুব বিশ্বকাপের আগেই ভারতে খেলতে দেখা যাবে জিদান,কার্লোস পুউল,ফিগো-র মত স্পেনের দুই ক্লাবে খেলা কিংবদন্তিদের।সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এই ম্যাচ হবে কলকাতা অথবা দিল্লিতে।স্বপ্ন সত্যি হতে চলেছে ভারতীয় ফুটবল দর্শকদের। ভারতের মাটিতে এবার বসতে চলেছে এল ক্লাসিকোর আসর। যুব বিশ্বকাপের আগেই ভারতে খেলতে দেখা যাবে জিদান,কার্লোস পুউল,ফিগো-র মত স্পেনের দুই ক্লাবে খেলা কিংবদন্তিদের।

Updated By: May 26, 2017, 08:52 AM IST
ভারতের মাটিতে এবার বসতে চলেছে লেজেন্ডদের এল ক্লাসিকোর আসর

ওয়েব ডেস্ক: ভারতের মাটিতে এবার বসতে চলেছে লেজেন্ডদের এল ক্লাসিকোর আসর। যুব বিশ্বকাপের আগেই ভারতে খেলতে দেখা যাবে জিদান,কার্লোস পুউল,ফিগো-র মত স্পেনের দুই ক্লাবে খেলা কিংবদন্তিদের।সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এই ম্যাচ হবে কলকাতা অথবা দিল্লিতে।স্বপ্ন সত্যি হতে চলেছে ভারতীয় ফুটবল দর্শকদের। ভারতের মাটিতে এবার বসতে চলেছে এল ক্লাসিকোর আসর। যুব বিশ্বকাপের আগেই ভারতে খেলতে দেখা যাবে জিদান,কার্লোস পুউল,ফিগো-র মত স্পেনের দুই ক্লাবে খেলা কিংবদন্তিদের।

আরও পড়ুন টাকার কথা ছাড়াও বোর্ডের কাছে আরও একটা চাহিদার কথা বলে এলেন কুম্বলে, কোহলি

ফুটবল নেক্সট  ফাউন্ডেশনের উদ্যোগে ভারতে রিয়াল বার্সার এই ম্যাচের ব্র্যান্ড অ্যাম্বাসাডর দীপেন্দু বিশ্বাস। রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড বার্নাবিউতে দাঁড়িয়ে দীপেন্দু বিশ্বাসকে পাশে দাঁড়িয়ে এই ম্যাচের কথা ঘোষণা করেন রিয়ালের কিংবদন্তিরা।মাদ্রিদ থেকে  ফুটবল নেক্সটের কর্ণধার কৌশিক মৌলিকের দাবি এই ম্যাচ ভারতীয় ফুটবলে অন্য মাত্রা যোগ করবে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এই ম্যাচ হবে কলকাতা অথবা দিল্লিতে।

আরও পড়ুন  এই মরশুমের পরই ক্রিকেটকে চিরবিদায় জানাবেন কুমার সঙ্গাকারা

.