15 November 2023, 22:30 PM
শামি তুলে নিলেন সাত উইকেট! ভারত চলে গেল বিশ্বকাপের ফাইনালে। নিউজিল্য়ান্ডকে হারাল ৭০ রানে
15 November 2023, 22:15 PM
নিউ জিল্য়ান্ডের দরকার ১২ বলে ৭৮ রান। ভারতের দরকার আর দুই উইকেট
15 November 2023, 22:15 PM
জয়ের দোরগোড়ায় ভারত, আর কিছু মুহূর্তের অপেক্ষা মাত্র
১৮ বলে কিউয়িদের দরকার ৮৫ রান। হাতে আর তিন উইকেট
15 November 2023, 22:00 PM
কুলদীপের কামাল!
ছয় উইকেট হারাল নিউ জিল্য়ান্ড, কুলদীপ যাদব ফিরিয়ে দিলেন মার্ক চ্য়াপম্য়ানকে, ৩০ বলে কিউয়িদের দরকার ৯২ রান।
15 November 2023, 21:45 PM
ভারতের চাপ ক্রমেই বাড়ছে!
মিচেল-ফিলিপস (১২৭-৩৬) যুগলবন্দি বুকে কাঁপুনি ধরাচ্ছে। কিউয়িদের ৫৪ বলে দরকার ১১২ রান। ভারতের লক্ষ্য় এই জুটি ভেঙে ফেলা।
15 November 2023, 21:15 PM
৩৬ ওভারের শেষে নিউ জিল্য়ান্ড চার উইকেট হারিয়ে তুলল ২৩১ রান। পঞ্চাশ ওভারের খেলার মোড় ঘুরে গেল। এবার যেন টি-টোয়েন্টি মোডে চলে গেল ম্য়াচ। ভারতের জয়ের প্রার্থনায় আপামর ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। ভারতের লক্ষ্য় দ্রুত আরও ছয় উইকেট তুলে নেওয়া।
15 November 2023, 21:15 PM
৯০ বলে দরকার ১৭৪ রান!
নিউ জিল্য়ান্ড ব্য়াক-টু-ব্য়াক দুই উইকেট হারিয়েছে। ৩৫ ওভারে চার উইকেট হারিয়ে ২২৪ রান তুলেছে তারা। প্রথম সেমিফাইনাল রীতিমতো জমে গিয়েছে। ভারতের আর দরকার হাফ ডজন উইকেট।
15 November 2023, 20:45 PM
শামির 'শাপমোচন', জোড়া ধাক্কা এক ওভারে
যে উইলিয়ামসনের লোপ্পা ক্য়াচ শামি ফেলে দিয়েছিলেন। সেই উইলিয়ামসনকেই ফিরিয়ে দিলেন শামি। তিন উইকেট চলে গেল নিউ জিল্য়ান্ডের। ম্য়াচে ফিরছে ভারত। তুলে খেলেছিলেন কেন। ৭৩ বলে ৬৩ করে ফিরলেন কেন। কেনকে ফেরানোর পরের পরের বলেই শামি তুলে নিলেন টম ল্য়াথামকে। প্লাম এলবিডব্লিউ হলেন ল্য়াথাম। ২২০ রানে চার উইকেট হারাল কিউয়িরা।
15 November 2023, 20:30 PM
কী করবে ভারত! কিউয়িরা পার করে গেল ২০০
কোনও ভাবেই আর উইকেট পাচ্ছে না ইন্ডিয়া। কেন-ড্য়ারেল যেন দলকে ফাইনালে তুলবেন বলেই ঠিক করে নিয়েছেন। ভারতীয় বোলিং এবং ফিল্ডিং এদিন অত্য়ান্ত নিস্প্রভ দেখাচ্ছে। আর যদি উইকেট না-আসে, তাহলে কিন্তু ভারতের বুক ভাঙতে পারে। ৩১ ওভারে নিউ জিল্য়ান্ড ২ উইকেটে তুলে ফেলল ২১৩ রান।
15 November 2023, 20:30 PM
এ কী করলেন শামি!
কেন উইলিয়ামসনের লোপ্পা ক্য়াচ মিড-অনে। প্রায় হাতে নিয়েও ফেলে দিলেন শামি! জসপ্রীত বুমরা বিশ্বাস করতে পারছেন না। অবধারিত উইকেট হাতছাড়া করল ভারত। শামি নিজেকে হয়তো এই ক্য়াচ হাতছাড়া করার জন্য় ক্ষমা করতে পারবেন না। ওয়াংখেড়ে চুপ করে গেল। ২৯ ওভারে ১৮৮ রান তুলে ফেলল নিউ জিল্য়ান্ড।
15 November 2023, 20:15 PM
কিছুতেই আসছে না আর উইকেট। কার্যত হতাশা চোখে মুখে ফুটে উঠছে টিম ইন্ডিয়ার। কেন-ড্যারেল মাতিয়ে দিচ্ছেন। নিউ জিল্য়ান্ড ২৮ ওভারে তুলে ফেলল ১৮০ রান। কেন ৭১ রানে ও ড্য়ারেল ব্য়াট করছেন ৭৮ রানে। ভারতের উপর এবার চাপ বাড়ছে।
15 November 2023, 20:00 PM
১০০ রানের পার্টনারশিপ!
উইকেট, উইকেট, উইকেট। ভারতের এখন দরকার শুধু এটাই। কেন-ড্যারেল জুটি ভাঙতে না পারলে, যে চাপ বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। দু'জনেই কিন্তু দেখতে দেখতে ১০০ রানের পার্টনারশিপ খেলে ফেললেন। ২২ ওভারে কিউয়িরা তুলল ১৪১ রান।
15 November 2023, 20:00 PM
২০ ওভার শেষে নিউজিল্য়ান্ড তুলল ১২৪ রান। জয়ের জন্য় তাদের দরকার ৩০ ওভারে ২৭৪ রান। ভারতের ফাইনালে যাওযার জন্য় দরকার আট উইকেট।
15 November 2023, 19:45 PM
১০০ পেরিয়ে গেল নিউ জিল্য়ান্ড
১৮ ওভার শেষে কিউয়িরা তুলল ১১৪ রান। উইকেট আর পড়ল না। সেই দুইতেই আটকে আছে। কেন-ড্য়ারেল জুটি কিন্তু খেলাটা বুঝে নিয়েছেন। ভারতকে ম্য়াচে ফিরতে হলে দ্রুত এই জুটি ভেঙে ফেলতে হবে। পাশাপাশি আরও উইকেট তুলে কিউয়িদের চাপে রাখতে হবে।
15 November 2023, 19:30 PM
কেন এবার ক্রিজে থিতু হয়ে গিয়েছেন। ড্য়ারেলও বুঝে নিয়েছেন খেলা। ১৬ ওভারে নিউজিল্য়ান্ড তুলল ৯৩ রান। ৩৪ ওভারে তাদের প্রয়োজন ৩০৫ রান। উইকেটের জন্য় মরিয়া হয়ে উঠেছেন রোহিতরা। এই জুটি ভাঙাই লক্ষ্য় ভারতের।
15 November 2023, 19:30 PM
১৪ ওভারের খেলা শেষ। নিউজিল্য়ান্ড ২ উইকেট হারিয়ে ৭৪ রান তুলল। ভারত আরও কয়েক'টি উইকেটের অপেক্ষায়। পেস-স্পিন কম্বিনেশনে রোহিত তুলে নিতে চাইছেন উইকেট। ক্রিজে আছেন অভিজ্ঞ কেন (১৭) ও ড্য়ারেল মিচেল (১৬)।
15 November 2023, 19:15 PM
কিউয়িদের প্রথম পাওয়ারপ্লে শেষ
নিউজিল্য়ান্ড প্রথম ১০ ওভারে ৪৬ রান তুলল ২ উইকেট হারিয়ে। সাজঘরে ফিরে গিয়েছেন দুই ওপেনার ডেভন কনওয়ে (১৩) ও রাচিন রবীন্দ্র (১৫)।
15 November 2023, 19:00 PM
শামির আগুনে পুড়ছে নিউজিল্য়ান্ড...
ফের উইকেট তুলে নিলেন শামি। বুঝিয়ে দিচ্ছেন তিনি কোন ধাতুতে গড়া। বিধ্বংসী রাচিন রবীন্দ্রকে তুলে নিলেন জাতীয় দলের তারকা পেসার। আট ওভারে নিউজিল্য়ান্ড ২ উইকেটে হারিয়ে তুলল ৪০ রান। রাচিনকে বাধ্য় করলেন শামি। তিনিও কনওয়ের মতোই খোঁচা দিলেন রাহুলের হাতে।
15 November 2023, 19:00 PM
নিউজিল্য়ান্ড সাত ওভারে এক উইকেট হারিয়ে তুলল ৩৫। শুরুতে ভারতীয় বোলারদের কিছুটা ছন্নছাড়া দেখাচ্ছিল। তবে প্রথম উইকেট পড়তেই, ভারতীয় পেসাররা জ্বলে উঠলেন ওয়াংখেড়েতে। প্রথম তিন ওভারে নিউজিল্য়ান্ডের ছিল ৩০ রান। সেখানে এখন সাত ওভারে ৩৫। বোঝা যাচ্ছে বোলররা কী করছেন!
15 November 2023, 18:45 PM
কোহলি এদিন জোড়া রেকর্ডে ছাপিয়ে গেলেন সচিনকে
কোহলি করে ফেলেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ তম সেঞ্চুরি। সচিনকে ছাপিয়ে বিশ্বরেকর্ড করলেন তাঁর সামনেই। কোহলিই এখন ওডিআই-তে সর্বাধিক সেঞ্চুরিকারী ব্য়াটার। সচিনকে (৪৯) পিছনে ফেলে কোহলি লিখেছেন বিরাট ইতিহাস। এখানেই শেষ নয়, বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের নজির ছিল সচিনেরই। ২০০৩ বিশ্বকাপে তিনি করেছিলেন ৬৭৩ রান। ২০ বছর পর সচিনের রেকর্ড ভাঙল কোহলির ব্য়াটে। কিংয়ের ঝুলিতে এখনই ৭১১ রান। এদিন ইনিংস ব্রেকে সচিনের আলিঙ্গনে কোহলি।
15 November 2023, 18:45 PM
শামি আসতেই উইকেট!
কথা বলল অভিজ্ঞতা। ষষ্ঠ ওভারের প্রথম বলেই নিউজিল্য়ান্ড প্রথম উইকেট হারাল। শামির বলে কনওয়ে খোঁচা দিলেন। বাজ পাখির মতো ছোঁ মেরে ক্য়াচ তুলে নিলেন রাহুল। নিউজিল্য়ান্ড ৩০/১। ক্রিজে এলেন ক্য়াপ্টেন কেন।
15 November 2023, 18:30 PM
দ্বিতীয় ওভার শেষে নিউজিল্যান্ড তুলল ১২ রান। ভারত উইকেটের অপেক্ষায়। বিরাট কোহলি এদিন ঐতিহাসিক সেঞ্চুরি করেছেন। তাঁকে শুভেচ্ছায় জানিয়েছেন সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
15 November 2023, 18:15 PM
নিউজিল্য়ান্ডের ব্য়াটিং শুরু
ভারতীয় ব্য়াটারদের কাজ শেষ। এবার বোলারদের কাজ। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র রান তাড়া করার খেলা শুরু করলেন। প্রথম ওভার বল করলেন জসপ্রীত বুমরা। কিউয়িরা প্রথম ওভারেই তুলে ফেলল আট রান।
15 November 2023, 17:45 PM
ইনিংস ব্রেক
বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের সেঞ্চুরিতে ভারত ৫০ ওভারে, চার উইকেট হারিয়ে তুলল ৩৯৭ রান। যা নিঃসন্দেহে বিরাট টার্গেট। তিন রানের জন্য় ৪০০ হল না ঠিকই। তবে সাউদিকে পঞ্চম ও ষষ্ঠ বলে চার হাঁকিয়ে রাহুল এই রান এনে দিলেন। তিনি অপরাজিত থাকলেন ৩৯ রানে। শেষ ওভারে ব্য়াট করতে নেমেছিলেন শুভমন। আহত ও অবসৃত হয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। শুভমন ৬৬ বলে ৮০ রানে অপরাজিত থাকলেন।
15 November 2023, 17:45 PM
শ্রেয়স আউট!
শ্রেয়স ৭০ বলে ১০৫ করে ফিরে গেলেন। ভারত ৪৯ ওভারে তুলল তিন উইকেট হারিয়ে ৩৮২ রান। এখন দেখার শেষ ওভারে ১৮ রান ওঠে কিনা! তাহলে ভারতের স্কোরবোর্ডে উঠে যাবে ৪০০ রান। ক্রিজে এসেছেন সূর্যকুমার যাদব। রাহুল ব্য়াট করছেন ২৫ রানে।
15 November 2023, 17:30 PM
শ্রেয়সও করে ফেললেন সেঞ্চুরি
ব্য়াক-টু-ব্য়াক ম্য়াচে সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। ওয়াংখেড়েতে কোহলির শো শেষ হওয়ার পরেই শ্রেয়সের শতরান দেখল ভারত। ৪৮ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ৩৬৬ রান তুলল। বিরাট স্কোর করে ফেলল ভারত।
15 November 2023, 17:30 PM
৪৭ ওভারের খেলা শেষ। ভারত ২ উইকেটে তুলল ৩৫৪ রান। রাহুল-শ্রেয়স মরিয়া চেষ্টা চালাচ্ছেন যত বেশি রান যোগ করা যায় স্কোরবোর্ডে। শ্রেয়স ব্য়াট করছেন ৯৩ রানে। তিনিও সেঞ্চুরির দোরগোড়ায়। চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরির হাতছানি তাঁর সামনে। রাহুল ব্য়াট করছেন ১০ রানে।
15 November 2023, 17:15 PM
কোহলি আউট!
১১৩ বলে ঐতিহাসিক ১১৭ রান করে আউট হলেন বিরাট কোহলি। ৯টি চার ও ২টি ছয়ের সৌজন্য়ে সাজিয়ে ছিলেন তাঁর মাইলস্টোন। ভারত ৪৫ ওভার শেষে তুলল তিন উইকেট হারিয়ে তুলল ৩৪১ রান। শ্রেয়সের হাত শক্ত করতে এলেন কেএল রাহুল। দেখা যাক শেষ পাঁচ ওভারে ভারত আর কত রান তুলতে পারে। তবে এখন যা রান হয়ে গিয়েছে, তা নিঃসন্দেহে ভারতকে স্বস্তিতে রাখবে।
15 November 2023, 17:00 PM
কোহলিই কিং, ১০০-র ৫০! সচিন গড়ে বিরাট ঝড়
কোহলি করে ফেললেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ তম সেঞ্চুরি। সচিনকে ছাপিয়ে বিশ্বরেকর্ড করলেন তাঁর সামনেই। কোহলিই এখন ওডিআই-তে সর্বাধিক সেঞ্চুরিকারী ব্য়াটার। সচিনকে পিছনে ফেলে কোহলি লিখলেন বিরাট ইতিহাস।
15 November 2023, 16:45 PM
৫০ তম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি থেকে বিরাট আর আটটি রান দূরে। উদ্বেল হয়ে উঠেছে ওয়াংখেড়ে। ইতিহাসের দোরগোড়ায় কিং কোহলি। ভারত ৩৮ ওভারে এক উইকেটে হারিয়ে তুলল ২৭৫ রান। শ্রেয়স ব্য়াট করছেন ৫৩ রানে। সকলের একটাই প্রার্থনা, সচিনের সামনেই ইতিহাস লিখুক বিরাট
15 November 2023, 16:15 PM
বিরাট-শ্রেয়স এবার দাপট দেখাচ্ছেন। চেনা ছন্দেই দুই তারকা ব্য়াটার। ওয়াংখেড়েতে ভারতীয় ফ্য়ানদের প্রবল গর্জনও কোথাও চাপে রাখছে কিউয়িদের। দেখতে দেখতে ভারত ৩৩ ওভারে তুলে ফেলল ২৩৮ রান। বিরাট ৭৮ রানে ও শ্রেয়স ৩০ রানে অপরাজিত আছেন ক্রিজে।
15 November 2023, 16:15 PM
৩০ ওভারের খেলা শেষ। ভারত ১ উইকেটে ২১৪ রান তুলে ফেলল। কোহলি ৬৫ রানে ও শ্রেয়স ১৯ রানে অপরাজিত আছেন। কোহলি যদি আজ সেঞ্চুরি করতে পারেন, তাহলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই সর্বাধিক সেঞ্চুরির মালিক হবেন। এই মুহূর্তে তিনি সচিনের সঙ্গে রয়েছেন এক আসনে। দুয়েরই সেঞ্চুরি সংখ্যা ৪৯। ফ্য়ানরা চাইছেন কোহলি করে ফেলুন ৫০ তম সেঞ্চুরিও। কোহলি চাইছেন আরও এনার্জিতে বলীয়ান হতে। সেজন্য় ওভার শেষের ফাঁকে তিনি খেয়ে নিলেন কলাও। যা তাঁকে এনে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণা।
15 November 2023, 16:00 PM
বিরাটের হাফ-সেঞ্চুরি চলে এল
চলতি কাপযুদ্ধের সর্বোচ্চ রানশিকারি তিনি। বিরাটের ব্য়াট এদিনও কথা বলল। দেখতে দেখতে করে ফেললেন হাফ-সেঞ্চুরি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৭২ তম ফিফটি চলে এল কিং কোহলির। ২৮ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে তুলে ফেললে ১৯৭ রান। রানের গতি কিছুটা কমেছে। তার নেপথ্যে রয়েছে কারণও।
15 November 2023, 15:45 PM
শুভমন গিল বাধ্য় হলেন মাঠ ছাড়তে!
খেলতে খেলতে আচমকাই পায়ে টান শুভমনের। আর তাঁর পক্ষে ব্য়াট করা সম্ভব হল না। আহত ও অবসৃত হয়ে শুভমন মাঠ ছাড়লেন ফিজিয়োদের সঙ্গে। এখন বিরাটের সঙ্গী শ্রেয়স আইয়ার। ৬৫ বলে ৭৯ রান করে শুভমন ফিরেছেন সাজঘরে। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ১৭৩/১। কোহলি হাফ-সেঞ্চুরি থেকে আর নয় রান দূরে।
15 November 2023, 15:45 PM
২২ ওভারে ১৫৭ রান হয়ে গেল ভারতের। শুভমন ৭৮ রানে ও কোহলি ৩০ রানে অপরাজিত আছেন। শুভমনই মূলত চালিয়ে খেলছেন। কোহলি খানিকটা বুঝে। কারণ তিনি জানেন, এখন উইকেট হারালে চলবে না দিল্লি বহু দূর। এদিন গ্য়ালারিতে একেবারে চাঁদের হাট বসেছে। ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলরা ডেভিড বেকহ্য়াম এসেছেন। তিনি খেলা দেখছেন সচিন তেন্ডুলকর ও জয় শাহের সঙ্গে। বলি অভিনেতাদের মধ্য়ে রণবীর কাপুর, কিয়ারা আদবাণী, সিদ্ধার্থ মালহোত্রা ও জন আব্রাহামকে দেখা গিয়েছে।
15 November 2023, 15:15 PM
১৬ ওভার শেষে ভারত তুলল ১২১ রানে ১ উইকেট। কোহলি (২২ বলে ১৮) ও শুভমন (৪৫ বলে ৫৩) রয়েছেন ক্রিজে। এরপর ব্য়াটিং অর্ডারে রয়েছেন শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজা। কোহলির চলতি বিশ্বকাপে ৬০০ রান হয়ে গেল দেখতে দেখতে। সচিন তেন্ডুলকর (২০০৩ সালে ৬৭৩), রোহিত শর্মার (২০১৯ বিশ্বকাপে ৬৪৮) পর বিরাট তৃতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০+ রান করলেন।
15 November 2023, 15:00 PM
শুভমনের হাফ-সেঞ্চুরি
দারুণ ফর্মে ভারতীয় ক্রিকেটের প্রিন্স। বিরাটকে সঙ্গে নিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ নম্বর অর্ধ-শতরান করে ফেললেন তিনি।
15 November 2023, 15:00 PM
১০০ পার ভারতের
১৩ ওভারে এক উইকেট হারিয়ে ভারত ১০৪ রান তুলে ফেলল। রোহিতকে হারানোর ধাক্কা সামলে বিরাট-শুভমন নিজেদের কাজটা শুরু করে দিয়েছেন। সুযোগ পেলেই বল পাঠিয়ে দিচ্ছেন বাউন্ডারিতে। কখনও বা ওভার বাউন্ডারিতে। তবে মারকাটারি মেজাজে তাঁরা থাকলেও, একটু বুঝেই খেলছেন। বল ধরে ধরেই তার ট্রিটমেন্ট করছেন।
15 November 2023, 14:45 PM
রোহিতের আউট নিঃসন্দেহে ভারতের জন্য় বড় ধাক্কা। কিন্তু এই ব্য়াটিং লাইন-আপে তারকার ছড়াছড়ি। শুভমনের হাত শক্ত করতে চলে এসেছেন বিরাট কোহলি। ব্য়াটিং মায়েস্ত্রো শেষ ৯ ম্য়াচে করে ফেলেছেন ৫৯৪ রান। ২টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে বিরাটের। ১১ ওভার শেষে ভারত ৮৯ রান তুলেছে এক উইকেট হারিয়ে। শুভমন ৩৫ রানে ও বিরাট চার রানে ব্য়াট করছেন। বিরাট আর দু'রান যোগ করলেই চলতি কাপযুদ্ধে তাঁর ৬০০ করা হয়ে যাবে।
15 November 2023, 14:45 PM
বুক ভাঙল ওয়াংখেড়ের, গ্য়ালারিতে 'পিন ড্রপ সায়লেন্স'
রোহিত শর্মা আউট, ২৯ বলে ৪৭ করে ফিরে গেলেন অধিনায়ক। টিম সাউদির বলে রোহিত মিড-অফের উপর দিয়ে তুলে খেলতে গিয়েছিলেন, অধিনায়ক কেন উইলিয়ামসন ছুটে এসে অসাধারণ ক্য়াচ নিলেন।
15 November 2023, 14:30 PM
টস জিতে প্রথমে ব্য়াট করছে ভারত। এরচেয়ে ভালো শুরু আর কী বা হতে পারত! ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল রয়েছেন দারুণ ছন্দে। আট ওভারে ভারত ৭০ রান তুলে ফেলল। রোহিত ২৮ বলে ৪৭ রানে ও শুভমন ২০ বলে ২০ রানে অপরাজিত আছেন।