ICC's Hall of Fame: অনন্য় সম্মানে ভূষিত Jayawardene-Pollock-Brittin
দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি জয়বর্ধনে। সর্বকালের অন্য়তম সেরা ব্যাটারদের একজন তিনি।
নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) দক্ষিণ আফ্রিকার শন পোলক (Shaun Pollock) ও ইংল্যান্ডের জেনেট ব্রিটিন (Janette Brittin) শনিবার আইসিসি-র 'হল অফ ফেম'-এ এলেন। দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি জয়বর্ধনে। সর্বকালের অন্য়তম সেরা ব্যাটারদের একজন তিনি। ৬৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন। দেশের হয়ে ১৪৯টি টেস্ট (১১, ৮১৪ রান, ৩৪টি সেঞ্চুরি) ৪৪৮টি ওয়ানডে (১২,৬৫০ রান, ১৯টি সেঞ্চুরি) ও ৫৫টি টি-২০ (১৪৯৩ রান, সেঞ্চুরি ১টি)। আন্তর্জাতিক ম্যাচের নিরিখে জয়বর্ধনের থেকে একমাত্র বেশি ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ডজন ম্যাচ বেশি খেলেছেন 'আধুনিক ক্রিকেটের ডন'।
Janette Brittin, Mahela Jayawardena and Shaun Pollock enter the ICC Hall of Fame!
More on the trio’s induction https://t.co/6wsXr79Gmp pic.twitter.com/s2kJfB7yNJ
(@ICC) November 13, 2021
652 matches for Sri Lanka, over 25,000 runs and a T20 World Cup title in 2014.
After a glittering international career, Mahela Jayawardena enters the ICC Hall of Fame https://t.co/zSB3zdKZPp pic.twitter.com/qCdJXFb7xU
(@ICC) November 13, 2021
বাবা পিটার পোলকের দেখানো পথেই ক্রিকেট বেছে নেন শন পোলক (Shaun Pollock)। নিঃসন্দেহে তিনি দক্ষিণ আফ্রিকার অন্যতম ফাস্ট বোলার তো বটেই, এমনকী সর্বকালের সেরাদেরও একজন। দেশের জার্সিতে ১০৮টি টেস্ট (৪২১টি উইকেট) ৩০৩টি ওয়ানডে (৩৯৩টি উইকেট) ও ১২টি টি-২০ ম্যাচ (১৫টি উইকেট) খেলেছেন পোলক। ১৩ বছরের বর্ণাঢ্য কেরিয়ার ছিল রীতিমতো ঈর্ষণীয়। বল হাতেই নয়, ব্যাট হাতেও কামাল করেছেন পোলক। তিনটি শতরান রয়েছে তাঁর। তার মধ্যে দুইটি আবার টেস্টে।
জেনেট ব্রিটিন (Janette Brittin) ২৭টি টেস্ট ও ৬৩টি ওয়ানডে খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ১৯৭৯-১৯৯৮ পর্যন্ত আন্তর্জাতিক আঙিনায় খেলেছেন। মহিলা ক্রিকেটের অন্যতম উজ্জ্বল মুখ তিনি। সর্বকালের সেরা রান শিকারিদের (১৯৩৫, ৪৯.৬১-এর গড়ে) মধ্যেই জেনেট। পাঁচটি শতরানও রয়েছে জেনেটের।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)