মিটু-ঝড়! এবার শ্রীলঙ্কার কিংবদন্তি রণতুঙ্গার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

 বোধিসত্ত্বা ইয়ামাইওহো নামের সেই মহিলা রণতুঙ্গার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনেছেন।

Updated By: Oct 10, 2018, 08:56 PM IST
মিটু-ঝড়! এবার শ্রীলঙ্কার কিংবদন্তি রণতুঙ্গার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সারা দেশ এখন #metoo ঝড়ে উত্তাল। বলিউড তারকা থেকে শুরু করে নামজাদা ক্রিকেটার। রেহাই পাচ্ছেন না কেউই। পথ দেখিয়েছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাঁর দেখানো সেই পথে হাঁটতে শুরু করেছেন দেশের বিভিন্ন স্তরের মহিলারা। কর্মক্ষেত্র হোক বা ট্রেনর কম্পার্টমেন্ট, মহিলারা নিজেদের সঙ্গে হওয়া একের পর এক নির্যাতনের ছবি তুলে ধরছেন জনসমক্ষে। 

আরও পড়ুন-  অন্যের প্রেমিকার জন্য গোয়েন্দা হলেন রশিদ খান!

নানা পাটেকর, পরিচালক বিকাশ বহেল, অভিনেতা অলোক নাথ, গায়ক অভিজিত্, সাংবাদিক এমজে আকবরের মতো একের পর হেভিওয়েট ব্যক্তিত্বদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে। সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা একের পর এক পুরুষের বিরুদ্ধে সরব হচ্ছেন। এবার যেমন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার অর্জুন রণতুঙ্গার বিরুদ্ধে হেনস্থা অভিযোগ করলেন এক বিমানসেবিকা। বোধিসত্ত্বা ইয়ামাইওহো নামের সেই মহিলা রণতুঙ্গার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনেছেন। তাঁর জীবনে ঘটে যাওয়া এক ঘটনা শেয়ার করেছেন তিনি। সেই ঘটনা নিচে তুলে ধরা হল-

আরও পড়ুন-  আফগানিস্তান ম্যাচে ধোনি অধিনায়ক হওয়ায় খুশি হয়নি নির্বাচকরা!

''আমার এক বান্ধবীর নাম বন্দনা। মুম্বইয়ের জুহু সেন্টিউর হোটেলে ভারতীয় ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের থেকে অটোগ্রাফ নিতে যায় ও। বন্দনা ঠিক করেছিল, ও ক্রিকেটারদের হোটেলের ঘরে যাবে। সেই সময় আমিও সঙ্গে যাব ঠিক করি। ক্রিকোটররা ছিল সাত জন। আমরা দুই। এর পর ওরা দরজার ছিটকিনি দিয়ে দেয়। আমার অস্বস্তি বাড়তে থাকে।বন্দনাকে ঘর থেকে বেরোতে বললেও ও রাজি হচ্ছিল না। এর পর একজন ক্রিকেটার হোটেলের সুইমিং পুলের দিকে আমাকে নিয়ে হাঁটতে যাবে বলে জানায়। তখন সন্ধ্যা সাতটার কাছাকাছি বাজে। সুইমিং পুল হোটেলের পিছন দিকে। সেখানে কম আলো ছিল। আমি সুইমিং পুলের ধারে গিয়ে বন্দনা এবং ভারতীয় ক্রিকেটারদের খুঁজছিলাম। কিন্তু কাউকে দেখতে পাইনি। তার মধ্যেই হঠাৎ রণতুঙ্গা পিছন থেকে এসে আমার কোমর জড়িয়ে ধরেন। আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করেন। আমি প্রচণ্ড ঘাবড়ে গিয়ে চিৎকার করি। রণতুঙ্গার পায়ে জোরে লাথি মারি। পুলিশকে জানাব, পাসপোর্ট বাজেয়াপ্ত করে দেব ইত্যাদি ভয় দেখাতে শুরু করি। তারপর ছুটে হোটেলের রিসেপশনে যাই। ঘটনাটা বলি ওদের। কিন্তু রিসেপশন থেকে জানায়, ওটা আমাদের ব্যক্তিগত বিষয়, হোটেলের কিছু করার নেই।''

.