Ashes 2021-22: Wasim Jaffer-এর টুইট বোমায় ছিন্নভিন্ন Michael Vaughan

ওয়াসিম জাফর ধুয়ে দিলেন মাইকেল ভনকে। নতিস্বীকার করতে বাধ্য হলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

Updated By: Dec 28, 2021, 03:55 PM IST
Ashes 2021-22: Wasim Jaffer-এর টুইট বোমায় ছিন্নভিন্ন Michael Vaughan
ওয়াসিম জাফর বনাম মাইকেল ভন

নিজস্ব প্রতিবেদন: ঐতিহ্যের অ্যাশেজ (Ashes 2021-22) নিজেদের দখলে রেখেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার সকালে মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের ফয়সলা হয়ে যায় মাত্র তিন দিনের মধ্যে। অস্ট্রেলিয়ার আগুনে বোলিংয়ে ছারখার হয়ে গেল ইংল্যান্ড। আয়োজক দেশ ইনিংস ও ১৪ রানে বক্সিং-ডে টেস্ট ও সিরিজ জিতেছে। 

ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমেছিল মাত্র ১৮৫ রানে। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৬৭ রান তুলেছিল। জো রুট অ্যান্ড কোং দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায়। আর এবার ইংল্যান্ডকে চূড়ান্ত ট্রোল করলেন ওয়াসিম জাফর (Wasim Jaffer)। প্রাক্তন ভারতীয় ওপেনার ধুয়ে দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনকে (Michael Vaughan)। ভনকে তাঁর করা টুইটেই জাফর বিঁধলেন। 

আরও পড়ুন: SAvsIND: Lungi Ngidi-এর আগুনে বোলিং, ৩২৭ রানে গুটিয়ে গেল Team India

২০১৯ সালের জানুয়ারি মাসে ভারত-নিউজিল্যান্ড ৫০ ওভারের ম্যাচ ইন্ডিয়া ৯২ রানে অলআউট হয়েছিল। সেদিন ভন টুইটারে লিখেছিলেন, "ভারত ৯২ রানে অলআউট! বিশ্বাসই করতে পারছি না যে, আজকের দিনে কোনও দল কী করে ১০০ রানের মধ্যে আউট হতে পারে!!!!!!" জাফর এই টুইট তুলে ধরেই যা বলার বলে দিলেন। জাফরের টুইট ভনের মুখ বন্ধ করে দেয়। ভন বাধ্য হন লিখতে "ভেরি গুড ওয়াসিম (খুব ভাল ওয়াসিম)"! টুইটারে জাফর-ভন যুদ্ধ এখন ফ্যানদের কাছে অত্যন্ত পছন্দের। এদিনও ফের একবার সেটাই ঘটল। চলতি অ্যাশেজে অস্ট্রেলিয়া প্রথম টেস্টে গাবায় ৯ উইকেটে জিতেছিল। এরপর অ্যাডিলে়ডে দিন-রাতের টেস্টে ২৭৫ রানে জিতে সিরিজে ২-০ এগিয়ে যায় তারা। মেলবোর্ন জিতে এবার ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে নামবে কামিন্স অ্যান্ড কোং। আগামী ৫ জানুয়ারি সিডনিতে শুরু হবে চতুর্থ টেস্ট।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.