ফেড কাপের আগে গোলের বন্যা বাগানে
বয়কটের রাস্তা ভুলে কলকাতা প্রিমিয়র লিগে ম্যাচে ফিরতেই গোলের বন্যা মোহনবাগানে। শনিবার প্রিমিয়র লিগের ম্যাচে মোহনবাগান আধ ডজন গোলে হারাল পশ্চিমবঙ্গ পুলিসকে।
বয়কটের রাস্তা ভুলে কলকাতা প্রিমিয়র লিগে ম্যাচে ফিরতেই গোলের বন্যা মোহনবাগানে। শনিবার প্রিমিয়র লিগের ম্যাচে মোহনবাগান আধ ডজন গোলে হারাল পশ্চিমবঙ্গ পুলিসকে।
ফেড কাপে খেলতে যাওয়ার আগে আধ ডজন গোলের এই জয় নিশ্চিতভাবেই মোহনবাগানের মনোবল বাড়িয়ে রাখল। একই সঙ্গে প্রতিপক্ষদের কাছে বার্তা পৌঁছে গেল ছন্দে থাকা মোহনবাগানের স্ট্রাইকাররা কতটা ভয়ঙ্কর।
যুবভারতীতে দুটি করে গোল পেলেন ওডাফা আর সাবিথ। মোহনবাগান জার্সি গায়ে প্রথম সরকারি গোলটি করে ফেললেন টোলগে। পাশাপাশি রক্ষণ থেকে উঠে এসে গোল করে গেলেন নির্মল ছেত্রী। আর বাকি সময়ে ক্রমাগত আক্রমণের ঝড় উঠে এসে বেসামাল করে রাখল পুলিসবাহিনীকে। এরই যোগফলে পুরো দল না নামিয়েও ছয়-শূন্য গোলে জয় পেল মোহনবাগান। প্রথম গোলটি নির্মল করেন খেলা শুরু হওয়ার প্রায় সঙ্গে-সঙ্গেই। দর্শকদের চিত্কার মিলিয়ে যাওয়ার আগেই ব্যবধান বাড়ান ওডাফা। বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান। টোলগে তখনও বসে রিজার্ভ বেঞ্চে। সাবিথ গোল করার পর দ্বিতীয়ার্ধের মিনিট দশেকের মাথায় মাঠে নামেন তিনি। এরপর নিয়মিত ব্যবধানে গোল করে যান সাবিথ, ওডাফা এবং টোলগে।