অগ্নিপরীক্ষায় ফেল কাশ্যপ, টোলগেরাও
কাশপ্যের আমলে মোহনবাগান আছে মোহনবাগানেই। দুঃস্বপ্নের মরসুমে যোগ হল আরও একটা হার। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান হারল ১-২ গোলে প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে। কলকাতার নতুন ডার্বিতে মোহনবাগান ওডাফার গোলে এগিয়ে থেকেও হারল কোচের ভুলে, দলের খারাপ ফিটনেসের জন্য। হারের পর মোহন কোচ সন্তোষ কাশপ্যের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেল। অনেকই বলছেন, কাশ্যপের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। এই মরসুমে কাশ্যপের মার্কশিটে হিসাব দাঁড়াল, পাঁচ ম্যাচ খেলে তিনটেতে হার। ফেড কাপে মহাব্যর্থতার পর আই লিগেও হারের সরণিতে মোহনবাগানের রথ।
মোহনবাগান (১) প্রয়াগ ইউনাইটেড (২)
কাশপ্যের আমলে মোহনবাগান আছে মোহনবাগানেই। দুঃস্বপ্নের মরসুমে যোগ হল আরও একটা হার। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান হারল ১-২ গোলে প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে। কলকাতার নতুন ডার্বিতে মোহনবাগান ওডাফার গোলে এগিয়ে থেকেও হারল কোচের ভুলে, দলের খারাপ ফিটনেসের জন্য।
হারের পর মোহন কোচ সন্তোষ কাশপ্যের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেল। অনেকই বলছেন, কাশ্যপের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। এই মরসুমে কাশ্যপের মার্কশিটে হিসাব দাঁড়াল, পাঁচ ম্যাচ খেলে তিনটেতে হার। ফেড কাপে মহাব্যর্থতার পর আই লিগেও হারের সরণিতে মোহনবাগানের রথ।
ওডাফা, টোলগে নামের দিক থেকে দেশের অন্যতম সেরা স্ট্রাইকার দলে থাকা সত্ত্বেও মোহনবাগান আই লিগে দুটো ম্যাচ খেলে দুটোতেই হার। ম্যাচের পর ফেসবুক, টুইটার জুড়ে বাগান সমর্থকদের হতাশা যে চরমে তা ধরা পড়ল।
এদিন ম্যাচের ১৮ মিনিটে ওডাফার গোলে এগিয়ে যাওয়ার পর বোঝাই যায়নি আজ বাগানে কত দুঃখ অপেক্ষা করে আছে। ম্যাচের ২৭ মিনিটে খেলেম্বা সিংয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে প্রয়াগ এরপর ম্যাচ যত গড়িয়েছে মোহনবাগান তত খেই হারিয়েছে। বিরতির ঠিক আগে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ভিনসেন্ট।
সব মিলিয়ে বাঙালি কোচ সঞ্জয় সেন বাগান কর্তাদের বার্তা দিলেন। এখন প্রশ্ন উঠছে কে প্রথম কাশপ্যকে কোচ করার কথা ভেবেছিলন। নিশ্চিত কোন বাগান কর্তা নিজের ঘাড়ে আর এই উত্তরের দায় নিতে চাইবেন না।
মোহনবাগান-- অরিন্দম, নির্মল, ইচে (রাজীব), খেলেম্বা, নবি, জুয়েল (স্নেহাশিষ), মনীশ, ডেনসন, ওডাফা, টোলগে, সাবিথ (স্ট্যানলি)