Mohun Bagan Super Giant: ব্যারাকপুরে সবুজ-মেরুন ঝড়! খড়কুটোর মতো উড়ে গেল প্রতিপক্ষ
Mohun Bagan SG Beats 4-1 Calcutta Football Club In CFL 2023: জয়ের রাস্তায় ফিরল মোহনবাগান। শুক্রবার বাসব রায়ের শিষ্যরা উড়িয়ে দিল ক্যালকাটা ফুটবল ক্লাবকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2023) ফের জয়ের সরণিতে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। গত ম্যাচে কালীঘাট কালীঘাট মিলন সংঘের কাছে ১-১ ড্র করেছিলেন বাসব রায়ের ছেলেরা। যদিও তার আগে টানা তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করেছিল মোহনবাগানের রিজার্ভ টিম। শুক্রবার অর্থাৎ আজ ব্যারাকপুর স্টেডিয়ামে ক্যালকাটা ফুটবল ক্লাবের (Mohun Bagan SG vs Calcutta Football Club) বিরুদ্ধে ফের দেখা গেল সবুজ-মেরুন ঝড়। খড়কুটোর মতো উড়ে গেল প্রতিপক্ষ। গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব জিতল ৪-১ ব্যবধানে।
আরও পড়ুন: Mohun Bagan Super Giant: বুক ভাঙল সবুজ-মেরুন সমর্থকদের! মিডফিল্ড জেনারেল ছাড়লেন ক্লাব
পুলিশি নিরাপত্তাজনিত কারণে গতকাল ম্যাচটা মোহনবাগানের ঘরের মাঠ থেকে সরিয়ে পাঠানো হয়েছিল ব্যারাকপুরে। কালীঘাটের কাছে ড্র করায় এদিনের ম্যাচের গুরুত্ব ছিল অনেকটাই বেশি। তবে ফুল মার্কস নিয়েই পাশ করল মেরিনার্স জুনিয়র ব্রিগেড। সুহেল ভাট ও ইংসন সিং জোড়া গোল করলেন ম্যাচে। তাঁদের ফুটবল মন ভরিয়ে দিল বাগান সমর্থকদের। ম্যাচের ৩১ মিনিটে দুরন্ত ডজে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সুহেল। বিপক্ষের গোলরক্ষক বুঝে উঠতেই পারেননি। তবে বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি মেরিনার্স। ঠিক ন'মিনিটের মধ্যে গোল করে সমতা ফেরান অ্যালেক্স আকাশ মণ্ডল। ২৫ গজ দূর থেকে তাঁর পা থেকে ধেয়ে আসে মিসাইল। বাগান গোলরক্ষকের কিছু করারই ছিল না। তবে প্রথমার্ধের ঠিক আগে সুহেলের ভলিতে মোহনবাগান স্কোরলাইন ২-১ করে। সুহেল এই লিগে শুরু থেকেই নজর কেড়েছেন। এদিনও একবার বুঝিয়ে দিলেন যে, তিনি আগামীর তারকা। ম্যাচের সেরাও হয়েছেন তিনিই। দ্বিতীয়ার্ধের ৬৮ ও ৭৯ মিনিটে ইংসনের জোড়া গোলে মোহনবাগান ৪-১ ব্যবধানে ম্যাচ জেতে। তবে দ্বিতীয়ার্ধের পর ফারদিন ও নাওরেমরা গোলের সুযোগ নষ্ট না করলে মোহনবাগান হাফ ডজন গোল দিতে পারত এদিন। লিগের প্রথম ম্যাচে পাঠচক্রকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল সবুজ-মেরুন। গত রবিবার মোহনবাগান লিগের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডালহৌসি এসির বিরুদ্ধে। সেই ম্যাচে প্রতিপক্ষকে ৫-২ গোলে হারিয়ে ছিল মোহনবাগান।
আরও পড়ুন: Mohun Bagan Super Giant: মাঠে কামিন্স-থাপা-সাদিকু ম্যাজিক! বেনজির ঘটনা সবুজ-মেরুনের ড্র ম্যাচে