লড়াইয়ে নামছেন মরগ্যান
ফেডারেশন কাপ ফাইনালে হারের পর আবার কলকাতার মাটিতে করিমের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মরগ্যান। মরসুমে তিনবার সাক্ষাত হয়েছে। যার মধ্যে দুবারই সালগাঁওকরের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। প্রথম লেগে ৪-০ গোলে হারের পর গোয়ার ফতোদরা স্টেডিয়ামের ড্রেসিংরুমে টোলগে-মেহতাবের ঝামেলা এখন অতীত। আইলিগের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঘরের মাঠে রবিবার খেলতে নামার আগে এই লড়াইকে নিজেদের বাঁচার লড়াই বলে ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন কোচ মরগ্যান।
ফেডারেশন কাপ ফাইনালে হারের পর আবার কলকাতার মাটিতে করিমের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মরগ্যান। মরসুমে তিনবার সাক্ষাত হয়েছে। যার মধ্যে দুবারই সালগাঁওকরের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। প্রথম লেগে ৪-০ গোলে হারের পর গোয়ার ফতোদরা স্টেডিয়ামের ড্রেসিংরুমে টোলগে-মেহতাবের ঝামেলা এখন অতীত। আইলিগের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঘরের মাঠে রবিবার খেলতে নামার আগে এই লড়াইকে নিজেদের বাঁচার লড়াই বলে ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন কোচ মরগ্যান।
চিডি-সুয়েকাদের আটকাতে রবিবার মরগ্যনের অস্ত্র ৪-৩-৩ ছক। আপফ্রন্টে রবিন-টোলগের সঙ্গে জুড়তে চলেছেন বলজিত। ঘরের মাঠে মরগ্যানের স্ট্র্যাটেজি থেকেই স্পষ্ট, বাঁচার লড়াইয়ে পুরো ৩ পয়েন্ট পেতে মরিয়া কোচ মরগ্যান।