অ্যান্টিগাতে ভারতের হার: ধোনির পাশে সুনীল গাভাসকর
মহেন্দ্র সিং ধোনির পাশে দাঁড়ালেন সুনীল গাভাসকর। অ্যান্টিগাতে ভারতের হারের কারণ হিসেবে সানি একা ধোনিকে দোষী মানতে রাজি নন।
![অ্যান্টিগাতে ভারতের হার: ধোনির পাশে সুনীল গাভাসকর অ্যান্টিগাতে ভারতের হার: ধোনির পাশে সুনীল গাভাসকর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/04/88712-mahi.jpg)
ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির পাশে দাঁড়ালেন সুনীল গাভাসকর। অ্যান্টিগাতে ভারতের হারের কারণ হিসেবে সানি একা ধোনিকে দোষী মানতে রাজি নন।
অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরই মহেন্দ্র সিং ধোনির ফিনিসিং রোল নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এমনকি ধোনির অত্যন্ত ধীর গতির ব্যাটিংয়েরও সমালোচনা হয়। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর কিন্তু একেবারেই উল্টোপথে হাঁটলেন। ভারতের হারের কারণ হিসেবে সানি একা ধোনিকে দোষী মানতে রাজি নন। তার মতে গোটা দলের ব্যাটিং বিপর্যয়ের জন্যই ভারত হেরেছে। তাই ধোনির দিকে আঙুল তোলা বন্ধ রাখার দাবি জানিয়েছেন সানি। পাশাপাশি কোহলিদের নয়া কোচের পদে রবি শাস্ত্রীকেই চাইছেন সুনীল গাভাসকর। তার মতে রবি এর আগে ভারতীয় দলের ডিরেক্টর ছিলেন। দলকে সামলানোর অভিজ্ঞতা আছে। ফলে দলের পক্ষে শাস্ত্রীই সবচেয়ে উপযুক্ত।