বিদেশে সবচেয়ে বেশী হার-- লজ্জার রেকর্ড‍ে এখন একক শীর্ষে অধিনায়ক ধোনি

তাঁর অধিনায়কত্ব নিয়ে কম আলোচনা হয়নি। দু দুটো বিশ্বকাপ, টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা। সব মিলিয়ে সাফল্যের নিরিখে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সবার আগে রাখা হয়। কিন্তু সেই ধোনিই লজ্জার রেকর্ড গড়ে ফেললেন। বিদেশের মাটিতে সবচেয়ে বেশী ম্যাচে হারা ভারতের অধিনায়ক হয়ে গেলেন ধোনি।

Updated By: Feb 9, 2014, 12:53 PM IST

তাঁর অধিনায়কত্বের জয়গান কম ধ্বনিত হয়নি। দু দুটো বিশ্বকাপ, টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা। সব মিলিয়ে সাফল্যের নিরিখে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সবার আগে রাখা হয়। কিন্তু সেই ধোনিই লজ্জার রেকর্ড গড়ে ফেললেন। বিদেশের মাটিতে সবচেয়ে বেশী ম্যাচে হারা ভারতের অধিনায়ক হওয়ার লজ্জার রেকর্ড গড়লেন ধোনি।

বিদেশের মাটিতে অধিনায়ক ধোনি হারলেন ১১টি টেস্টে। এতদিন এই তালিকায় ধোনির সঙ্গে ছিলেন তিন জন। সৌরভ গাঙ্গুলি, মহম্মদ আজহারউদ্দিন, মনসুর আলি খান পতৌদি। তিনজনেই বিদেশের মাটিতে নেতৃত্বে দিয়ে ১০টি টেস্টে হেরেছিলেন। আজ অকল্যান্ড টেস্টে হেরে ধোনি সেই রেকর্ড ছাপিয়ে গেলেন।

বিদেশের মাটিতে ভারতের কোন অধিনায়ক কটি টেস্টে হেরেছেন--
মহেন্দ্র সিং ধোনি (১১)

সৌরভ গাঙ্গুলি (১০)

মহম্মদ আজহারউদ্দিন (১০)

মনসুর আলি খান পতৌদি (১০)

বিষেন সিং বেদী (৮)

সচিন তেন্ডুলকর (৬)

সুনীল গাভাসকর (৬)

ধোনির ১১ হার এক নজরে--

১) জুলাই, ২০১০- শ্রীলঙ্কার বিরুদ্ধে, গলে (July 2010 Vs Sri Lanka, Galle)

২) ডিসেম্বর, ২০১০-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সেঞ্চুরিয়ান (December 2010 Vs South Africa, Centurion)

৩)জুলাই, ২০১১-- ইংল্যান্ডের বিরুদ্ধে, লর্ডস (July 2011 Vs England, Lord's)
৪) জুলাই, ২০১১- ইংল্যান্ডের বিরুদ্ধে, নটিংহ্যাম (July 2011 Vs England, Nottingham)
৫) জুলাই, ২০১১- ইংল্যান্ডের বিরুদ্ধে, বার্মিংহাম (August 2011 Vs England, Birmingham)
৬) অগাস্ট, ২০১১- ইংল্যান্ডের বিরুদ্ধে, ওভাল (August 2011 Vs England, The Oval)

৭) ডিসেম্বর,২০১২-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মেলবোর্ন (December 2012 Vs Australia, Melbourne)
৮) জানুয়ারি,২০১২-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সিডনি (January 2012 Vs Australia, Sydney)
৯) জানুয়ারি,২০১২-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, পারথ (January 2012 Vs Australia, Perth)

১০) ডিসেম্বর,২০১৩-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ডারবান (December 2013 Vs South Africa, Durban)
১১) ফেব্রুয়ারি,২০১৪- নিউজিল্যান্ডের বিরুদ্ধে, অকল্যান্ড পার্ক (February 2014 Vs New Zealand, Auckland)

.