পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দুষলেন মহম্মদ আমির

স্পটফিক্সিং কান্ডে শাস্তি পাওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দুষলেন পাক ক্রিকেটার মহম্মদ আমির। আমিরের অভিযোগ পাকিস্তান ক্রিকেট বোর্ড তরুণ ক্রিকেটারদের ক্রিকেটের আচরণ বিধি নিয়ে যথাযত শিক্ষা দেয়না।

Updated By: Nov 4, 2011, 06:38 PM IST

স্পটফিক্সিং কান্ডে শাস্তি পাওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দুষলেন পাক ক্রিকেটার মহম্মদ আমির। আমিরের অভিযোগ পাকিস্তান ক্রিকেট বোর্ড তরুণ ক্রিকেটারদের ক্রিকেটের আচরণ বিধি নিয়ে যথাযত শিক্ষা দেয়না। শিক্ষার অভাবেই তরুণরা ম্যাচ গড়াপেটার জালে ফেঁসে যায়। আমিরের শাস্তিতে তাঁর মা রীতিমত স্তম্ভিত। অন্যদিকে একসময় বাটদের পাশে থাকলেও গোটা বিষয়টার থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক বোর্ডের মতে দেশের বিরুদ্ধে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাঁদের উচিত শাস্তি হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁরা পাকিস্তান সরকারকে ক্রিকেটে দুর্নীতি এবং স্পট ফিক্সিং থামাতে নতুন আইন তৈরী করার প্রস্তাব দেবে।  
 

.