ইউএস ওপেনেও হল না কামব্যাক, তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন নাদাল
ইউএস ওপেনে অঘটন। ফ্যাবিও ফগনিনির কাছে ম্যারাথন ম্যাচে হেরে টুর্নামেন্টকে বিদায় জানালেন রাফায়েল নাদাল। দুই সেটে এগিয়ে থেকেও বত্রিশ নম্বরে থাকা ফগনিনির কাছে ছয়-তিন, ছয়-চার, চার-ছয়, তিন-ছয়, চার-ছয় ফলে হেরে যান রাফা। দুহাজার পাঁচ সালের পর এই প্রথম তৃতীয় রাউন্ড থেকে ইউএস ওপেনকে বিদায় জানালেন তিনি। অপর ম্যাচে আন্দ্রেস সেপ্পিকে হারিয়ে দশম গ্র্যান্ডস্ল্যামের আরও কাছে পৌছলেন নোভাক জোকোভিচ। ছয়-তিন, সাত-পাঁচ, সাত-পাঁচ ফলে ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে পৌছলেন জোকো। মহিলাদের বিভাগে এখনও চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না সেরেনা উইলিয়ামসকে। বেথানি মাটেক স্যান্ডসকে হারাতে বেশ বেগ পেতে হয় শীর্ষবাছাইকে। প্রথম সেট ৩-৬ ফলে হারানোর পর বাকি দুটি সেট ৭-৫, ৬-০ ফলে জিতে চতুর্থ রাউন্ডে উঠলেন সেরেনা।
ব্যুরো: ইউএস ওপেনে অঘটন। ফ্যাবিও ফগনিনির কাছে ম্যারাথন ম্যাচে হেরে টুর্নামেন্টকে বিদায় জানালেন রাফায়েল নাদাল। দুই সেটে এগিয়ে থেকেও বত্রিশ নম্বরে থাকা ফগনিনির কাছে ছয়-তিন, ছয়-চার, চার-ছয়, তিন-ছয়, চার-ছয় ফলে হেরে যান রাফা। দুহাজার পাঁচ সালের পর এই প্রথম তৃতীয় রাউন্ড থেকে ইউএস ওপেনকে বিদায় জানালেন তিনি। অপর ম্যাচে আন্দ্রেস সেপ্পিকে হারিয়ে দশম গ্র্যান্ডস্ল্যামের আরও কাছে পৌছলেন নোভাক জোকোভিচ। ছয়-তিন, সাত-পাঁচ, সাত-পাঁচ ফলে ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে পৌছলেন জোকো। মহিলাদের বিভাগে এখনও চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না সেরেনা উইলিয়ামসকে। বেথানি মাটেক স্যান্ডসকে হারাতে বেশ বেগ পেতে হয় শীর্ষবাছাইকে। প্রথম সেট ৩-৬ ফলে হারানোর পর বাকি দুটি সেট ৭-৫, ৬-০ ফলে জিতে চতুর্থ রাউন্ডে উঠলেন সেরেনা।