Neeraj Chopra: জীবনের গল্প শোনাতে কলকাতায় আসছেন 'সোনার ছেলে' নীরজ
অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন।
নিজস্ব প্রতিবেদন: নীরজ চোপড়া (Neeraj Chopra) আসছেন কলকাতায়। আগামী ১৫ সেপ্টেম্বর, বুধবার সকালেই শহরে পা রাখছেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভিলিন থ্রোয়ার। স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত আয়োজিত 'তাহাদের কথা' শো-তে ওদিন উপস্থিত থাকবেন নীরজ। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। অলিম্পিক্সে সোনা জয়ের পর এই প্রথম শহরে আসছেন নীরজ। তাঁর সঙ্গে আসছেন তাঁর মেন্টর এবং কাকা ভীম সিংও।
নীরজকে কলকাতায় আনতে পেরে উচ্ছ্বসিত শতদ্রু। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে তিনি ফোনে বললেন, "আমার অনুষ্ঠান তাহাদের কথায় নীরজকে সংবর্ধনা দেওয়া হবে। নীরজ নিজের মুখেই ওর জীবনের গল্প বলবে ওই চ্যাট শো-তে।" শতদ্রুর থেকে জানতে চাওয়া হয়েছিল নীরজ ছাড়াও আর কোনও তারকাকে কি ওদিন দেখতে পাওয়া যাবে? তার উত্তরে শতদ্রু খোলসা করে কিছু বলেননি, তবে চমক থাকবে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুন: MS Dhoni: 'আগুন ও বরফের মেলবন্ধন ঘটবে এবার!' ধোনিকে পেয়ে ধন্য় শাস্ত্রী!
অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের নীরজ সেই নজির গড়েছেন। গত ৭ অগাস্ট নীরজ টোকিও থেকে সোনা জিতছিলেন। তারপর থেকে সংবর্ধনায় ভেসে যাচ্ছেন তিনি। এবার শহর কলকাতা সংবর্ধনা জানাবে দেশের 'সোনার ছেলে'কে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)