ক্রাইসচার্চ টেস্টে কিউয়িদের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ
ক্রাইসচার্চ টেস্টে হেরে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ড ৯ উইকেটে জিতে সিরিজ জিতল ২-০ ব্যবধানে। প্রথম ইনিংসে ২৮৯ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৩৫৪ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ। মাত্র ১৭৩ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমদুল্লাহ (৩৮)। ৩৬ রান করেন সৌম্য সরকার। শেষদিকে তাকসিন আহমেদ ৩৩ রান না করলে বাংলাদেশ দেড়শোও পেরোতে পারতো না।
ওয়েব ডেস্ক: ক্রাইসচার্চ টেস্টে হেরে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ড ৯ উইকেটে জিতে সিরিজ জিতল ২-০ ব্যবধানে। প্রথম ইনিংসে ২৮৯ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৩৫৪ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ। মাত্র ১৭৩ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমদুল্লাহ (৩৮)। ৩৬ রান করেন সৌম্য সরকার। শেষদিকে তাকসিন আহমেদ ৩৩ রান না করলে বাংলাদেশ দেড়শোও পেরোতে পারতো না।
আরও পড়ুন ম্যাচ হারলেও কেদার আর হার্দিকের লড়াই মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের
জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ১১১ রান করতে মাত্র ১৮.৪ ওভার আর ৭০ মিনিট সময় নেন কিউয়ি ব্যাটসম্যানরা। রাভাল ৩৩ রানে আউট হলেও অপরাজিত থাকেন ল্যাথাম (৪১) এবং গ্রান্ডহোম (৩৩)। ম্যাচের সেরা হয়েছেন টিম সাউদি।
আরও পড়ুন কুকুর নিয়ে ফের বিতর্কে মহম্মদ সামি