বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল দলের নেতৃত্বে নেইমার

৮ অক্টোবর ব্রাজিলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 19, 2020, 08:13 PM IST
বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল দলের নেতৃত্বে নেইমার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে আগামী দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে। করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে পারেনি লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন। দীর্ঘ সাত মাস পিছিয়ে গিয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের সূচি।

মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সব ভেস্তে যায়। পরিবর্তিত সূচিতে অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপের বাছাইপর্বের খেলা। ৮ অক্টোবর ব্রাজিলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ঠিক তার পাঁচ দিন পর পেরুর বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে নামবে।  বিশ্বকাপের বাছাই পর্বে সেলেকাওদের নেতৃত্ব দেবেন নেইমার। দলে ডাক পেয়েছেন আলিসন বেকার এবং কুতিনহো।

একনজরে দেখে নেওয়া যাক ২৩ সদস্যের ব্রাজিল দল-
গোলরক্ষক- আলিসন বেকার, ওয়েভারটন, স্যান্তোস
ডিফেন্ডার-দানিলো, গ্যাব্রিয়েল মেনিনো, রেনান লোদি, অ্যালেক্স তেলেস, থিয়াগো সিলভা,মার্কিনোউস, ফেলিপে, রদ্রিগো
মিডফিল্ডার- ক্যাসেমিরো, ফাবিনহো,ব্রুনো গিমারেজ, ডগলাস লুইজ, এভারটন রিবেইরো, ফিলিপে কুতিনহো
ফরোয়ার্ড- নেইমার, এভারটন, গ্যাব্রিয়েল জেসাস, রদ্রিগো, রবার্তো ফিরমিনো এবং রিচার্লিসন

 

আরও পড়ুন- করোনার থাবা! এবার স্থগিত কাতারে ফিফা ক্লাব বিশ্বকাপ

.