MS Dhoni, Wisden's All-time India T20I XI: ধোনিকে ছাড়াই সেরা ১১! 'ক্রিকেট বাইবেল' মানছেন না নেটাগরিকরা

দেশের একমাত্র টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনি। তাঁকে বাদ দিয়েই উইজডেন ভারতের সর্বকালের টি-২০ একাদশ বেছে নিল। তালিকা ঘোষণা হওয়ার পর নেটাগরিকরা ক্ষোভে ফুঁসছেন।

Updated By: Oct 13, 2022, 09:30 PM IST
MS Dhoni, Wisden's All-time India T20I XI: ধোনিকে ছাড়াই সেরা ১১! 'ক্রিকেট বাইবেল' মানছেন না নেটাগরিকরা
টি-২০ বিশ্বকাপ জেতার পর শ্য়াম্পেন ছিটিয়ে ধোনির সেলিব্রেশন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক (Wisden Cricketers' Almanack) 'ক্রিকেট বাইবেল' নামেই পরিচিত। উইজডেনকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াপুস্তিকা হিসাবেও গণ্য করা হয়। সেই উইজডেনকে এবার সোশ্যাল মিডিয়া অস্বীকার করল। কারণ একটাই। উইজডেন সম্প্রতি ভারতের সর্বকালের টি-২০ একাদশ বেছে নিয়েছে (Wisden's All-time India T20I XI)। অথচ সেই দলে নেই খোদ এমএস ধোনিই (MS Dhoni)। উইজডেনের এই তালিকা দেখে নেটাগরিকরা ক্ষোভে ফুঁসছেন। কিংবদন্তি ধোনির হাত ধরেই এখনও পর্যন্ত ভারতের একমাত্র টি-২০ বিশ্বকাপ এসেছে, সেই ধোনিকে বাদ দিয়েই দল বানিয়ে ফেলল উইজডেন! যা মেনে নিতে পারছেন না নেটাগরিকরা। উইজডেনের বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা টি-২০ একাদশে ঠাঁই পেয়েছেন- রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), যুবরাজ সিং (Yuvraj Singh), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), সুরেশ রায়না (Suresh Raina), উইকেটকিপার দীনেশ কার্তিক (Dinesh Karthik, wicketkeeper), আর অশ্বিন (R Ashwin), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), ও আশিস নেহরা (Ashish Nehra)। দ্বাদশ ব্যক্তি হিসাবে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

 October 13, 2022

ট্রফির বিচারে দেশের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক ধোনি। যা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না কারোরই। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের ইতিহাস ধোনিকে ছাড়া লেখাই সম্ভব নয়। কারণ অসাধারণ ক্যাপ্টেনসির পাশাপাশি উইকেটের পিছনেও তাঁর দস্তানার কাজ ছিল শিল্পকলা। এর পাশাপাশি ফিনিশার হিসাবেও ধোনি ছিলেন অসাধারণ। এহেন ধোনিকে বাদ দিয়েই 'ক্রিকেট বাইবেল' লেখা হয়ে গেল! ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর ধোনির ভারত ২০১১ সালে জেতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। এর ঠিক দুই বছর পর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ধোনি অ্যান্ড কোং। এরপর থেকে এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। দেশকে আইসিসি ট্রফি জেতানো শেষ অধিনায়কের নাম আজও ধোনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.