পায়ের হাড় ভেঙে এক মাস মাঠের বাইরে নেইমার!
সাধারণত মেটটারসাল হাড় ভাঙলে অন্তত এক সপ্তাহ থেকে এক মাস সময় লাগেতে পারে বলে জানাচ্ছেন চিকিত্সকরা।
নিজস্ব প্রতিবেদন: ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে রোনাল্ডোদের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার সম্ভাবনা কতটা? রবিবার লিগ ওয়ানে মার্সেইয়ের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন পিএসজি'র ব্রাজিলিয় তারকা নেইমার জুনিয়র।
— Neymar Jr (@NeymarPriv) February 26, 2018
স্ক্যান রিপোর্টে জানা গেছে, নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে মেটাটারসাল হাড় ভেঙেছে। তবে ফিট হয়ে মাঠে ফিরতে নেইমারের কতদিন সময় লাগবে সে বিষয়ে কোনও সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। সাধারণত মেটটারসাল হাড় ভাঙলে অন্তত এক সপ্তাহ থেকে এক মাস সময় লাগেতে পারে বলে জানাচ্ছেন চিকিত্সকরা। প্যারিস সাঁ জাঁ ক্লাব সূত্রে খবর, মঙ্গলবার ফের স্ক্যান করা হবে নেইমারের।
Tests confirm that @neymarjr sprained his right ankle and cracked his fifth metatarsal during Sunday's match vs. Marseille.
In addition, @marquinhos_m5 suffered a grade 1 quadriceps tear pic.twitter.com/gujXXznliC
— PSG English (@PSG_English) February 27, 2018
পরিস্থিতি যা তাতে বুধবার মার্সেইয়ের বিরুদ্ধে ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে এবং সপ্তাহের শেষে লিগ ওয়ানে ত্রয়ের বিরুদ্ধে তো মাঠেই নামতে পারবেন না নেইমার। ৬ মার্চ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে প্যারিসে নেইমারের মাঠে নামার সম্ভবনা নেই বললেই চলে। নেইমার নিজেই সে কথা টুইট করে জানিয়েছেন।
Sadly I will be out for a while..It seems unlikely for me to return for the next match or the game against RM.. pic.twitter.com/apowHVcPAK
— Neymar Jr (@NeymarPriv) February 27, 2018