বড় চমক! এটিকে মোহনবাগানে এলেন পল পোগবার দাদা ফ্লোরেন্টিন
ফ্লোরেন্টিনকে দলে নেওয়ার বিষয়ে এখনওঁ এটিকে মোহনবাগানের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে Sochaux-Montbéliard-র তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ফরাসি ক্লাবে দুটি মরশুম কাটানোর পর নতুন কোনও লিগে নিজেকে মেলে ধরতে চাইছেন গিনির ফুটবলার।
নিজস্ব প্রতিবেদন: নতুন মরসুম শুরু হওয়ার আগেই দল বদলের বাজারে বড় চমক দিল এটিকে মোহনবাগান। ফ্রাসের হয়ে বিশ্বকাপ জেতা পল পোগবার দাদা ফ্লোরেন্টিনকে নিল সবুজ-মেরুন। ৩১ বছরের ডিফেন্ডার ফরাসি ক্লাব Sochaux-Montbéliard-এ খেলতেন। তিনি দল ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনে খেলেছেন এই ডিফেন্ডার।
— FC Sochaux-Montbéliard (@FCSM_officiel) June 24, 2022
তবে ফ্লোরেন্টিনকে দলে নেওয়ার বিষয়ে এখনওঁ এটিকে মোহনবাগানের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে Sochaux-Montbéliard-র তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ফরাসি ক্লাবে দুটি মরশুম কাটানোর পর নতুন কোনও লিগে নিজেকে মেলে ধরতে চাইছেন গিনির ফুটবলার। সেই জন্য ভারতীয় ক্লাব এটিকে মোহনবাগানে সই করেছেন। তিনি ২০২০ সালে Sochaux-Montbéliard-তে যোগ দিয়েছিলেন। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের হয়ে মোট ৬২ টি খেলেছেন সেন্ট্রাল ডিফেন্ডার।
ফ্লোরেন্টিন সবুজ-মেরুনে আসার জন্য সন্দেশ ঝিঙ্গানের বিদায় আরও জোরালো হয়ে উঠল।
আরও পড়ুন: Sandesh Jinghan: কেন এটিকে মোহনবাগান ছাড়তে পারেন এই তারকা ডিফেন্ডার? জেনে নিন
আরও পড়ুন: ISL 2022-23: সুনীল ছেত্রীর সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছেন প্রবীর দাস