PSG: মরিসিও পচেত্তিনো যুগ শেষ, মেসি-নেইমারদের নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ে

গালতিয়েরের দলের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লিগ ওয়ানের সফলতম দল পিএসজি। ৫৫ বছর বয়সি গালতিয়ে খেলোয়াড়ি জীবনে ডিফেন্ডার হিসেবে খেলতেন। কোচ হিসেবে ফরাসি ফুটবলে আগেই নিসের কোচ হিসেবে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছেন তিনি।   

Updated By: Jul 6, 2022, 09:14 PM IST
PSG: মরিসিও পচেত্তিনো যুগ শেষ, মেসি-নেইমারদের নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ে
মেসিদের ক্লাবে নতুন ইনিংস শুরু করলেন ক্রিস্তফ গালতিয়ে। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পিএসজিতে (PSG) মরিসিও পচেত্তিনো (Mauricio Pochettino) যুগ এখন অতীত। মঙ্গলবার তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই লিওনেল মেসি (Lionel Messi) ও নেইমারদের (Neymar) দলের হেড কোচ হিসেবে যোগ দিলেন ক্রিস্তফ গালতিয়ে (Christophe Galtier)। পচেত্তিনোর সঙ্গে চুক্তি বাতিলের কথা গত কিছুদিন ধরেই এই গুঞ্জন চলছিল। সেটা ঘটে যাওয়ার পরেই ফরাসি ক্লাবের দায়িত্ব নিলেন ক্রিস্তফ গালতিয়ে। 

ফ্রান্সের আর একটি ক্লাব নিসের প্রাক্তন কোচ ছিলেন গালতিয়ের। আগামি দুই মরসুমের জন্য তাঁর সঙ্গে তার সঙ্গে পিএসজি-র চুক্তি হয়েছে। একটা সময় রিয়াল মাদ্রিদের প্রাক্তন হেড কোচ জিনেদিন জিদানের নাম শোনা গিয়েছিল পিএসজি-র বস হিসেবে। তবে সেটা বাস্তবায়িত হয়নি। 

গালতিয়েরের দলের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লিগ ওয়ানের সফলতম দল পিএসজি। ৫৫ বছর বয়সি গালতিয়ে খেলোয়াড়ি জীবনে ডিফেন্ডার হিসেবে খেলতেন। কোচ হিসেবে ফরাসি ফুটবলে আগেই নিসের কোচ হিসেবে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছেন তিনি। কোচিং কেরিয়ার তিনি শুরু করেন সহকারী কোচ হিসেবে। ১৯৯৯- ০৯ পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে সাঁত এতিয়েনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান। তাঁর কোচিংয়ে ক্লাবটি ৩২ বছর পরে ২০১৩ সালে ফরাসি লিগ কাপ জিতে শিরোপার খরা কাটায়। তাদেরকে ফেরান ইউরোপিয়ান প্রতিযোগিতায়। 

২০১৭ সালে তিনি দায়িত্ব নেন লিলের। ২০১৯ সালে লিগ ওয়ানে রানার্সআপ হয় লিল। পরের বছর তারা লিগ শেষ করে চতুর্থ স্থানে থেকে। ২০২১ সালে লিগা ওয়ানের শিরোপা জেতে দলটি। ২০২১-২২ মরসুম শুরুর আগে নিসের দায়িত্ব নেওয়া গালতিয়ে গত ২৭ জুন সরে দাঁড়ান। তাঁর কোচিংয়ে গত মরসুমে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল তবে পরবর্তীতে দল লিগ ওয়ান শেষ করে পঞ্চম স্থানে। পচেত্তিনোর কোচিংয়ে গত মরসুমে লিগা ওয়ানের শিরোপা জিতলেও তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় শেষ ১৬'তে রিয়াল মাদ্রিদের কাছে হেরে। ফলে চুক্তির মেয়াদ শেষের এক বছর বাকি থাকতে প্যারিসের ক্লাবটির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হল।  

আরও পড়ুন: Rishabh Pant, ENG vs IND: কেন বিস্ফোরক পন্থকে ওপেনার হিসেবে চাইছেন প্রাক্তন ওপেনার? জেনে নিন

আরও পড়ুন: Virat Kohli and Rohit Sharma, WI vs IND: নাম না করে বিরাট, রোহিতদের একহাত নিলেন এই প্রাক্তন ক্রিকেটার! কিন্তু কেন?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.