Ravindra Jadeja, ENG vs IND: পন্থের সঙ্গে কোন নজির গড়ে সৌরভের তালিকায় নাম লেখালেন 'স্যর জাদেজা'

২০১২ সালে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। তবে প্রথম টেস্ট শতরান পেয়েছিলেন ২০১৮ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ঘরের মাঠ রাজকোটে ১০০ রানে অপরাজিত ছিলেন জাদেজা। এরপর চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালীতে করলেন দ্বিতীয় শতরান।  

Updated By: Jul 2, 2022, 10:28 PM IST
Ravindra Jadeja, ENG vs IND: পন্থের সঙ্গে কোন নজির গড়ে সৌরভের তালিকায় নাম লেখালেন 'স্যর জাদেজা'
ঋষভ পন্থকে নিয়ে আরও একটি নজির গড়লেন রবীন্দ্র জাদেজা। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: এজবাস্টনে যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। এরপর ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে জুটি বেঁধে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) যে ইনিংসটা খেললেন, সেটা ভারতীয় ক্রিকেট অনেক দিন মনে রাখবে। এরইমধ্যে পন্থের সঙ্গে শতরান হাঁকিয়ে তৃতীয় বাঁহাতি ব্যাটারের জুটি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সদগোপান রমেশ (Sadgopan Ramesh) এবং যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) তালিকায় নাম লিখিয়ে ফেললেন টিম ইন্ডিয়ার (Team India) এই দুই তারকা। 

১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে জোড়া শতরান করেছিলেন সৌরভ ও রমেশ। মহারাজের ব্যাট থেকে এসেছিল ১২৫ রান। কর্নাটকের রমেশ থেমেছিলেন ১১০ রানে। এরপর ২০০৭ সালে ফের একবার দুই বাঁহাতি ব্যাটার তিন অঙ্কের রান করেন। পাকিস্তানের বিরুদ্ধে সেই টেস্টেও সৌরভের নাম রয়েছে। বেঙ্গালুরুতে সেই টেস্টে মহারাজ করেছিলেন তাঁর টেস্ট কেরিয়ারের একমাত্র দ্বিশতরান। থেমেছিলেন ২৩৯ রানে। যুবরাজ করেছিলেন ১৬৯ রান। আর এজবাস্টনে পন্থ ১৪৬ রানের মারকুটে ইনিংস খেলার পর, জাদেজার ব্যাট থেকে এল ১০৪ রান। 

প্রথম দিনে তরুণ পন্থ যখন ইংল্যান্ড বোলারদের কচুকাটা করছেন, তখন অপরদিকে জাদেজা শান্ত মাথায় একের পর এক বল ছেড়ে একটা দিক আগলে রাখেন। দ্বিতীয় দিনে আবার যখন শামির সঙ্গে ব্যাট করছিলেন, তখন পালটা মার দিয়ে তিন অঙ্কের রানে পৌঁছে গেলেন 'স্যর জাদেজা'। ম্যাথু পটসের বলে দুরন্ত স্কোয়ার কাট ড্রাইভ মেরে পূর্ণ করলেন নিজের তৃতীয় টেস্ট শতরান। এরপরেই এজবাস্টনে দেখা গেল তাঁর বিখ্যাত তলোয়ার সেলিব্রেশন।  

Ravindra Jadeja

২০১২ সালে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। তবে প্রথম টেস্ট শতরান পেয়েছিলেন ২০১৮ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ঘরের মাঠ রাজকোটে ১০০ রানে অপরাজিত ছিলেন জাদেজা। এরপর চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালীতে করলেন দ্বিতীয় শতরান। সেই টেস্টে ১৭৫ রানে অপরাজিত ছিলেন 'জাড্ডু'। আর এ বার থামলেন ১০৪ রানে। ধৈর্যশীল এই ইনিংসে খেললেন ১৯৪ বল। মারলেন ১৩টি চার।  

ব্যাট হাতে অর্ধশতরান বা শতরান করলেই তলোয়ার সেলিব্রেশন করতে দেখা যায় জাদেজাকে। এখানেও এর অন্যথা হল না। 

আরও পড়ুন: Wriddhiman Saha: কোথায় যাচ্ছেন ঋদ্ধি? তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী? এক্সক্লুসিভ সাক্ষাৎকারের ভিডিয়ো দেখুন

আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: ওভারে ৩৫ রান! লারার রেকর্ড ভেঙে যুবরাজকে মনে করালেন 'বুম বুম বুমরা', ভিডিয়ো ভাইরাল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.