Ravindra Jadeja | WI vs IND: আর সুরক্ষিত নয় কপিলের সেই রেকর্ড! ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পথে 'স্যর'

Ravindra Jadeja Set To Overtake Kapil Dev In Elite List IND vs WI 1st ODI: ভারতীয় দলে তিন ফরম্যাটেই তিনি অন্যতম সেরা যোদ্ধা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও চোখ থাকবে রবীন্দ্র জাদেজার উপর। জাড্ডুর কাছে সুযোগ রয়েছে কপিলকে টপকে ইতিহাস লেখার।  

Updated By: Jul 27, 2023, 06:06 PM IST
Ravindra Jadeja | WI vs IND: আর সুরক্ষিত নয় কপিলের সেই রেকর্ড! ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পথে 'স্যর'
জাদেজা ধাওয়া করছেন কপিলকে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়েছেন (ICC World Test Championship 2023-2025)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ভারত টেস্ট সিরিজ ১-০ জিতে নিয়েছে। দ্বিতীয় তথা শেষ টেস্ট বৃষ্টিতে ধুয়ে ড্র হয়ে গিয়েছে। তবে বৃষ্টি না হলে ভারতের কাছে সুবর্ণ সুযোগ ছিল প্রতিপক্ষকে চুনকাম করার। তবে লাল বলের ক্রিকেট এখন অতীত। এবার লড়াই পঞ্চাশ ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুভারম্ভ আজ অর্থাৎ বৃহস্পতিবার। আর এই ম্যাচেই মাইলস্টোন তৈরি করতে পারেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। 'স্যর' জাদেজা ইতিহাস থেকে কিংবদন্তি কপিল দেবের (Kapil Dev) নাম মুছে নিজের নাম লিখতে চলেছেন।

আরও পড়ুন: Rohit Sharma | WI vs IND: মাত্র কয়েক'টি রানেই হবে অবিশ্বাস্য মাইলস্টোন! ইতিহাসের দরজায় দাঁড়িয়ে 'হিটম্যান'

কী করতে চলেছেন জা়ড্ডু? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট রয়েছে কর্টনি ওয়ালশের। জাদেজার আর দরকার চার উইকেট। তাহলেই তিনি ওয়ালশকে টপকে যাবেন। বার্বাডোজের কেনসিংটন ওভালে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ। এই ম্যাচে জাদেজা চার উইকেট না পেলেও তাঁর কাছে সুযোগ থাকবে সিরিজের বাকি দুই ম্যাচে রেকর্ড করার। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ২৯ জুলাই, এই কেনসিংটন ওভালেই। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ ১ অগাস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। এই মুহূর্তে জাদেজা যুগ্ম ভাবে অনিল কুম্বলের সঙ্গে একাসনে রয়েছেন। দুই স্পিনারেরই ঝুলিতে আছে ২৯ ম্যাচে ৪১ উইকেট। কপিল নিয়েছেন ৪৩ উইকেট। ওয়ালশের আছে ৪৪ উইকেট। জাদেজা দুই উইকেট পেলে ছুঁয়ে ফেলবেন কপিলকে। তিন উইকেটে ভাঙবেন কপিলের রেকর্ড।

অন্যদিকে রোহিত এই ম্যাচে ১৭৫ রান করতে পারলেই দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্য়াটে পূর্ণ করবেন ১০ হাজার রান। রোহিত দেশের জার্সিতে ২৪৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২৩৬ ইনিংসে ভারত অধিনায়ক এখনও পর্যন্ত করেছেন ৯৮২৫ রান। কোহলি ২০৫ ইনিংসে দশহাজারি হয়েছিলেন। রোহিতের সেই রেকর্ড ভাঙা সম্ভব নয় আর। তবে রোহতি বাইশ গজের ছয় মহারথীকে টপকে ইতিহাস লিখতে চলেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রান করা ব্যাটারদের তালিকায় মুম্বইকর চলে আসবেন দুয়ে!

ভারতের একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকট এবং মুকেশ কুমার।

আরও পড়ুন: IND vs WI 1st ODI Live Streaming: এবার লড়াই পঞ্চাশ ওভারের, বিশদে জানুন খেলা দেখার সব রাস্তা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.