হেরেও শেষ চারে রোনাল্ডোরা
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তুরস্কের ক্লাব গালাতাসারের বিরুদ্ধে ২-৩ গোলে হেরেও শেষ চারে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জিতেছিল। তাই দুই পর্বের সাক্ষাত্ মিলিয়ে ৫-৩ গোলে দ্রোগাবাদের বিরুদ্ধে জিতে সেমিফাইনালে উঠলেন রোনাল্ডোরা।
রিয়াল মাদ্রিদ (২) গালাতাসারে (৩) (দুই পর্বের ফল মিলিয়ে রিয়াল (৫) গালাতাসারে (৩))
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তুরস্কের ক্লাব গালাতাসারের বিরুদ্ধে ২-৩ গোলে হেরেও শেষ চারে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জিতেছিল। তাই দুই পর্বের সাক্ষাত্ মিলিয়ে ৫-৩ গোলে দ্রোগাবাদের বিরুদ্ধে জিতে সেমিফাইনালে উঠলেন রোনাল্ডোরা।
এদিন তুরস্কে জোড়া গোল করেও দলকে জেতাতে পারলেন না রোনাল্ডো। অবশ্য দিনের শেষে আসল জয়ের স্বাদ পেলেন পর্তুগিজের এই তারকা ফুটবলারই।
ম্যাচের ৭ মিনিটে রোনাল্ডোর গোলের পরেই পরিষ্কার হয়ে যায় শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত রিয়াল মাদ্রিদের। কারণ এরপর সেমিফাইনালে উঠতে হলে গালাতাসারে করতে হত পাঁচটা গোল। মিশন ইম্পিসেবলে নেমে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিট থেকে ৭২ মিনিটের মধ্যেই তিনটে গোল করে তুরস্কের এই ক্লাব। ৫৮ মিনিটে ম্যাচে ইমানুয়েলের গোলে সমতায় ফেরার পর স্নাইডার আর দ্রোগবার গোল হঠাত্ই প্রাণ ফিরিয়ে আনে। তবে ইনজুরি টাইমে রোনাল্ডো গোল করে বুঝিয়ে দেন গোলের খিদে নিয়েই তিনি শেষ চারের ম্যাচে নামবেন।