হার বাঁচাল রিয়াল, বিদায়ের মুখে ম্যান সিটি
চ্যাম্পিয়ন্স লিগে একই দিনে স্পেন আর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন দুই ক্লাবের জয় অধরাই থাকল। শেষ মুহূর্তের গোলে কোনও রকমে হার বাঁচাল লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আর আজাক্সের কাছে পয়েন্ট খুইয়ে বিদায়ের মুখে ইপিএল সেরা ম্যানচেস্টার সিটি। ইউরোপের অপর তারকা ক্লাব আর্সেনালও ড্র করল।
রিয়াল মাদ্রিদ (২) বরুসিয়া ডর্টমুন্ড (২)। ম্যান সিটি (২) আজাক্স (২)
চ্যাম্পিয়ন্স লিগে একই দিনে স্পেন আর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন দুই ক্লাবের জয় অধরাই থাকল। শেষ মুহূর্তের গোলে কোনও রকমে হার বাঁচাল লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আর আজাক্সের কাছে পয়েন্ট খুইয়ে বিদায়ের মুখে ইপিএল সেরা ম্যানচেস্টার সিটি। ইউরোপের অপর তারকা ক্লাব আর্সেনালও ড্র করল।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে কোনওমতে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে হার বাঁচাল রিয়াল মাদ্রিদ। জার্মানির ক্লাবটি জয়ের স্বপ্ন আটকে গেল এক জার্মানের হাতেই। ৮৯ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকার পর, রিয়ালের জার্মান ফুটবলার মেসট ওজিলের গোলে অবশেষে ম্যাচ জয়ের আশা শেষ হয়ে যায় বরুসিয়ার। প্রথমে মার্কো রিউসের গোলে এগিয়ে যায় বরুসিয়া। ছয় মিনিটের মধ্যেই পেপের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। বিরতির ঠিক আগে আরবেলোয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় বরুসিয়া। দ্বিতীয়ার্ধেও প্রায় ৮৯ মিনিট পর্যন্ত এগিয়েছিল জার্মানির ক্লাবটি। সমর্থকরা জয়ের উত্সবের জন্য প্রস্তুত হচ্ছে, তখন জার্মানির ফুটবলপ্রেমীদের স্বপ্নভঙ্গ করলেন জার্মান ওজিল। অবশেষে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ায় স্বস্তিতে মোরনিহো।
অন্যদিকে,চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার মুখে ম্যাঞ্চেস্টার সিটি। মঙ্গলবার আজাক্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা। ম্যাচে প্রথম দিকে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ইয়াইয়া তোরে এবং অ্যাগুয়েরার গোলে সমতায় ফেরে ম্যান সিটি। টুর্নামেন্টে এই নিয়ে চার ম্যাচে দুই পয়েন্ট হল মানচিনির দলের। গ্রুপ ডি-এর বাকি দুটি ম্যাচে রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ডকে হারালেও টুর্নামেন্টের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত নয় ম্যান সিটির। অন্যদিকে, শালকে ০৪র বিরুদ্ধে ২-২ গোল ড্র করল আর্সেনাল।