অলিম্পিকে হকির কোয়ার্টারে ভারত, পদকের হাহাকার মেটাতে সাহায্য করতে চান মিলখা
অলিম্পিকের হকিতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা জোরালো করল ভারতীয় পুরুষ দল। গ্রুপ লিগের ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল তারা। হাড্ডাহাড্ডি ম্যাচে বাজিমাত করেন শ্রীজেশরা। ভারতের হয়ে গোলগুলো করেন চিঙ্গেলসানা সিং আর কোতাজিত সিং। শেষ কোয়ার্টারে আর্জেন্টিনা ব্যবধান কমালেও এক গোলের ব্যবধান ধরে রাখতে সক্ষম হন সর্দার সিং-রা।
ব্যুরো: অলিম্পিকের হকিতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা জোরালো করল ভারতীয় পুরুষ দল। গ্রুপ লিগের ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল তারা। হাড্ডাহাড্ডি ম্যাচে বাজিমাত করেন শ্রীজেশরা। ভারতের হয়ে গোলগুলো করেন চিঙ্গেলসানা সিং আর কোতাজিত সিং। শেষ কোয়ার্টারে আর্জেন্টিনা ব্যবধান কমালেও এক গোলের ব্যবধান ধরে রাখতে সক্ষম হন সর্দার সিং-রা।
পাঁচ দিন গড়িয়ে গেলেও রিও অলিম্পিকে ভারতের পদকের দেখা নেই। একের পর এক ভারতীয় খেলোয়াড় ব্যর্থ হচ্ছেন। গোটা ঘটনায় হতাশ কিংবদন্তী অ্যাথলিট মিলখা সিং। তিনি ব্যর্থতার জন্য দায়ী করেছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিকল্পনার অভাবকে।
১২৫ কোটি মানুষের দেশ ভারত। তা সত্ত্বেও অলিম্পিকে পদকের হাহাকার। দেশের এই দুর্দিনে সরকার যদি তার সহযোগিতা চান তাহলে মিলখা সবরকম সাহায্য করতে প্রস্তুত।