Rohit Sharma | IND vs PAK : ৯ বছর ভারত আইসিসি ট্রফি জেতেনি! অধিনায়কের মাথায় আর কিছুই ঘুরছে না

ভারত-পাক ম্যাচের আগে ২৮ মিনিট সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন রোহিত শর্মা। একাধিক ইস্যুতে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। তবে রোহিত সাফ জানিয়ে দিলেন যে, তাঁর মাথায় আছে, যে ভারত শেষ ৯ বছর আইসিসি ট্রফি জেতেনি।

Updated By: Oct 22, 2022, 01:51 PM IST
Rohit Sharma | IND vs PAK : ৯ বছর ভারত আইসিসি ট্রফি জেতেনি! অধিনায়কের মাথায় আর কিছুই ঘুরছে না
সাফ জানিয়ে দিলেন রোহিত

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'ইটস আ ফাইনাল কাউন্টডাউন'। হাতে আর কয়েক'টি ঘণ্টা। আগামিকাল অর্থাৎ রবিবার চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে 'মাদার অফ অল ব্যাটল'! ফের বাইশ গজে মুখোমুখি যুযুধান দুই পক্ষ। রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজম (Babar Azam) ডুয়েলের জন্য মুখিয়ে গোটা বিশ্ব। ম্যাচের আগে শনিবার অর্থাৎ আজ প্রথামাফিক সাংবাদিক বৈঠক করলেন ভারতের অধিনায়ক রোহিত। সাংবাদিকদের সঙ্গে ২৮ মিনিট কথা বললেন তিনি। ভারত-পাক ম্যাচ তুমুল বৃষ্টিতে ভেসে যেতে পারেই বলে আবহাওয়ার পূর্বাভাস। মনে করা হচ্ছে যে, মেলবোর্নে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও রোহিত বলছেন যে, সবের জন্য প্রস্তুত তাঁরা। 

ভারত-পাকিস্তান ম্যাচ যদি বৃষ্টিতে ধুয়ে যায়, সে ক্ষেত্রে খেলা কিন্তু রিজার্ভ-ডে'তে গড়াবে না। কারণ সংরক্ষিত দিন বরাদ্দ শুধুমাত্র দু'টি সেমিফাইনাল ও ফাইনালের জন্য। তাও যদি একান্তই ন্যূনতম পাঁচ ওভারের ম্য়াচ না করা যায় তখনই। রোহিত বলছেন, 'টস একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ বৃষ্টির আশঙ্কা রয়েছেই। কিন্তু আবার এও  বলব, আমি শুনছি যে, মেলবোর্নের আবহাওয়া বদলাতে থাকে। কেউ জানে না কীহবে আগামিকাল! যা আমাদের নিয়ন্ত্রণে আছে, সেটা নিয়েই ভাবব। আমাদের ভাবতে হবে যে ৪০ ওভারের ম্যাচ হবে। যদি পরিস্থিতি অনুযায়ী ম্যাচ ছোট হয়, তাহলে আমরা প্রস্তুত আছি। খেলোয়াড়রা জানে যে বৃষ্টির জন্য ওভার কমলে কী হয়! ৫ ওভার বা ১০ ওভারে খেলা হলে কী হয়, সেটা জানি। আমরা ভারতে ৮ ওভারের ম্যাচও খেলেছি।'

আরও পড়ুন: Rohit Sharma, IND vs PAK, ICC T20 World Cup 2022: শাহিনদের বোলিংয়ের তারিফ করলেও, মহড়া নিতে তৈরি ভারত, জানিয়ে দিলেন রোহিত

ট্রফির বিচারে দেশের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়কের নাম এমএস ধোনি। যা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না কারোরই, ধোনিপন্থী হোক বা ধোনি বিরোধী। এই সত্যি গ্রহণ করতেই হবে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো থেকে ধোনির সোনার দৌড় শুরু হয়। তাঁর নেতৃত্বেই ভারত ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতে। আর এর ঠিক দুই বছর পর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ধোনি অ্যান্ড কোং। এরপর থেকে এখনও পর্যন্ত কোনও ভারত অধিনায়কই দেশকে আইসিসি ট্রফি জেতাতে পারেননি। 'চাপের প্রসঙ্গে রোহিত বলনে, আমি চাপ বলব না। তবে আইসিসি-র টুর্নামেন্টে ভাল কিছু করার চ্যালেঞ্জ রয়েছে। আমরা পারফর্ম করে দেখাতে চাই। কিন্তু আমি বিশ্বাস করি সুযোগ সবসময় আসবে। আমরাও সেই সুযোগ পেয়েছি এখানে আসার। আমার মনে হয় কিছু জিনিস ঠিক ভাবে করলেই কাঙ্খিত ফল পাওয়া যাবে। ন'বছর আমরা আইসিসি-র ট্রফি জিতিনি। শেষবার ২০১৩ সালে জিতেছিলাম। আমাদের মতো দলের কাছে এটা চ্যালেঞ্জ। অনেক প্রত্যাশা রয়েছে। ট্রফি না পাওয়ার হতাশা রয়েছে। এই টুর্নামেন্টে আমাদের কাছে সুযোগ রয়েছে ভালো কিছু করে দেখানোর। আমারা জানি কীভাবে সেরা ক্রিকেট খেলতেবলে  হবে  এখানে। এক সঙ্গে একটি ম্যাচ নিয়েই আমরা ভাবব।'

আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup 2022: পাকিস্তানে কি এশিয়া কাপ খেলতে যাওয়া উচিত? বাবরদের বিরুদ্ধে যুদ্ধের আগে রোহিতের বড় মন্তব্য!

গতবছর বিশ্বকাপে বিরাট কোহলির ভারত গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিল। রোহিতের কাছে প্রশ্ন ছিল যে, এরপর থেকে কী কী ইস্যুতে কাজ করেছে টিম ইন্ডিয়া? রোহিত এই বিষয়ে বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্লেয়ারদের স্বাধীনতা দেওয়া, তাদের সেই নিরাপত্তা দেওয়া যাতে, চ্যালেঞ্জিংপরিস্থিতিতে ভালো করতে পারে। ফলাফলের কথা না ভেবে খেলার নিরাপত্তা নিশ্চিত করেছি প্লেয়ারদের। এই ছোট বিষয়গুলি বিগত এক বছরে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমরা রেজাল্টে ফোকাস করিনি। আমার ভয়ডরহীন ক্রিকেট খেলার কথাই আলোচনা করেছি ড্রেসিংরুমে।'

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

গতবছর টি-২০ বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস লিখেছিল। সেবারই প্রথম কুড়ি ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ মিলিয়ে ভারত প্রথম হেরেছিল পাকিস্তানের কাছে। এরপর ভারত-পাকিস্তান সম্প্রতি এশিয়া কাপে ব্যাক-টু-ব্যাক ম্যাচে মুখোমুখি হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে খেলার প্রসঙ্গে রোহিত বলেন, 'চাপ বলব বনা। এটা ধারাবাহিক। এটা কখনও বদলাবে না। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই। পাকিস্তান অত্যন্ত চ্যালেঞ্জিং দল। ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত আমি যে যে পাক দলের বিরুদ্ধে খেলেছি, সকলেই চ্যালেঞ্জ দিয়েছে। ওরা ভালো দল। একটি নির্দিষ্ট দিনে খেলার ওপর অনেক কিছু নির্ভর করে। যথেষ্ট ভাল খেললে যে, কোনও বিপক্ষকে হারানো যায়। গত বিশ্বকাপে পাকিস্তান ভালো খেলেছে। আমাদের হারিয়েছিল। এশিয়া কাপে ওরাও ভালো খেলেছে, আমরাও খেলেছি। আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম, ওরা দ্বিতীয় ম্যাচ জেতে। দুর্ভাগ্যক্রমে আমরা এশিয়া কাপ থেকে বেরিয়ে যাই। আমরা গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে পারিনি। ওরা ভালো খেলছে, আমরা জানি ওদের ব্র্যান্ড অফ ক্রিকেট ঠিক কী! ভাগ্যক্রমে আমরা এশিয়া কাপে দু'বার ওদের বিরুদ্ধে খেলেছি। নাহলে ওদের বিরুদ্ধে খেলিই না। তো এটা বলা যাবে না, ওরা কী মাইন্ডসেট নিয়ে নামবে। বুঝতে হবে ওদের শক্তি এবং দুর্বলতা। বিশ্বকাপে কোনও দলকেই খাটো করা ঠিক নয়।' এখন দেখার মেলবোর্নে ভারত শেষ হাসি হাসতে পারে কিনা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.