India vs England | Rohit Sharma: ব্রিটিশভূমে ইংরেজদের হারিয়েছে তাঁর দল! জয়ের পর বড় বার্তা রোহিতের
আজহার-ধোনির পর রোহিত তৃতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে দুরন্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দুই পর্ব মিলিয়ে ২-২ ড্র, তারপর টি-২০ ও ওয়ানডে সিরিজও ভারত ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। ইংল্যান্ডের মাটিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা একাধিক কৃতিত্বে নিজের নাম লিখিয়েছেন। ২০১৫ সালের পর রোহিতের ভারত তৃতীয় দল হিসাবে ইংল্যান্ডের মাটিতে গিয়ে তাদের ওয়ানডে সিরিজে হারিয়েছে।
১৯৯৯ সালে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত ইংল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জেতে। এর ঠিক ১৫ বছর পর এমএস ধোনির টিম এই রেকর্ড করে। আজহার-ধোনির পর রোহিত তৃতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলেন। রোহিত দেশের প্রথম অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-২০ সিরিজ জেতার নজির গড়লেন। নিঃসন্দেহে অবিস্মরণীয় কৃতিত্ব রোহিতের। তবে নিজের কৃতিত্ব তিনি দেখছেন না। মঙ্গলবার সকালে রোহিত ট্যুইট করে দলের ও নিজের ছবি পোস্ট করে লিখলেন, "বিশেষ দলের বিশেষে কৃতিত্ব।"
শিখর ধাওয়ান, রোহিত শর্মারা এবার উড়ে যাবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলবে টিম ইন্ডিয়া। দুই দলের মধ্যে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও পাঁচটি টি-২০ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়েছেন রোহিত। তাঁর বদলে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে সিনিয়র ওপেনার ধাওয়ানের হাতে। যদিও রোহিত ফিরবেন কুড়ি ওভারের ফরম্যাটে। অন্যদিকে বিরাট কোহলি ফের বিশ্রাম নিয়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও ফরম্যাটেই খেলবেন না। ওয়ানডে-তে নেই হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থও।
তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সূচি ও ভেন্যু:
প্রথম ওয়ানডে, ২২ জুলাই (শুক্রবার): কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
দ্বিতীয় ওয়ানডে, ২৪ জুলাই (রবিবার): কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
তৃতীয় ওয়ানডে, ২৭ জুলাই (বুধবার): কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
ওয়ানডে ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে
পাঁচটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের সূচি ও ভেন্যু:
প্রথম টি-২০, ২৯ জুলাই (শুক্রবার): ব্রায়ান লারা স্টেডিয়াম, তারৌবা, ত্রিনিদাদ
দ্বিতীয় টি-২০, ১ অগাস্ট (সোমবার): ওয়ার্নার পার্ক, বাসেতেরে, সেন্ট কিটস
তৃতীয় টি-২০, ২ অগাস্ট (মঙ্গলবার): ওয়ার্নার পার্ক, বাসেতেরে, সেন্ট কিটস
চতুর্থ টি-২০, ৬ অগাস্ট (শনিবার): সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লওডারহিল, ফ্লোরিডা
পঞ্চম টি-২০, ৭ অগাস্ট (রবিবার): সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লওডারহিল, ফ্লোরিডা
টি-২০ ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা থেকে
আরও পড়ুন: Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লক্ষ্য কী নীরজের?
আরও পড়ুন: Rishabh Pant | Yuvraj Singh: যুবির পেপ টকেই কি সাফল্য? চার শব্দের উত্তর পন্থের!