World No Tobacco Day 2024: ১৫০ মিলিয়ন ডলারের মালিক! প্রচুর টাকার প্রস্তাবেও তখন টলেননি, সচিন শুধু বাবাকে...
Sachin Tendulkar On World No Tobacco Day 2024: ১৫০ মিলিয়ন ডলারের মালিক এখন! বিরাট অঙ্কের প্রস্তাবেও তখন টলেননি, সচিন শুধু বাবাকে বলেছিলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়ের দশকে একাধিক ভারতীয় তারকা ক্রিকেটারের ব্য়াটে 'উইলস' এবং 'ফোর স্কোয়ার' মতো সিগারেট ব্র্য়ান্ডের স্টিকার শোভা পেত। তালিকায় ছিলেন খোদ 'দ্য় ওয়াল' রাহুল দ্রাবিড় (Rahul Dravid), দারুণ প্রতিভাবান বিনোদ কাম্বলি (Vinod Kambli)। তবে সেই তালিকায় কখনই ছিলেন না 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কেন সচিন কখনও তামাকজাত দ্রব্য়ের প্রচার করেননি, তা ফের একবার একশো সেঞ্চুরির মালিক বুঝিয়ে দিলেন তাঁর এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে। সচিন বিশেষ বার্তা দিলেন 'ওয়ার্ল্ড নো টোবাকো ডে'-র (World No Tobacco Day 2024) দিনেই।
আরও পড়ুন: সুপার এইটেই আসল খেলা! ভারতের প্রতিপক্ষ হবে কারা? অপেক্ষায় পরপর অগ্নিপরীক্ষা
৩১ মে অর্থাৎ আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। সচিন লেখেন, 'আমার আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে, আমার বাবা আমাকে একটা সহজ কিন্তু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কখনই তামাকের প্রচার করবে না। আমি আজীবন এই কথাতেই বেঁচেছি। কখনও তামাকের প্রচার করিনি। আমি পারলে আপনিও পারবেন। আসুন আরও ভালো ভবিষ্য়তের কথা ভেবে সুস্বাস্থ্যকেই প্রাধান্য় দিই।'
অতীতে সচিন কোনও এর বিশ্ব তামাকমুক্ত দিবসে, এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গেই আরও অনেক কিছু বলেছিলেন। সচিন জানান, 'আমি বাবাকে একটাই প্রতিশ্রুতি দিয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন যে, আমি রোল মডেল। আমি যা করি তা বহু মানুষ ফলো করে। ঠিক এই কারণেই আমি কখনও তামাকজাত বা অ্যালকোহল জাতীয় দ্রব্য় এনডোর্স করিনি। ১৯৯০ সালে আমার ব্য়াটে কোনও স্টিকারই ছিল না। আমার কোনও চুক্তিই ছিল না। কিন্তু দলের প্রায় সবাই মূলত উইলস এবং ফোর স্কোয়ার এনডোর্স করত। কখনও বাবাকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙিনি। ব্য়াট স্টিকারের জন্য় আমি প্রচুর প্রস্তাব পেয়েছিলাম। তবে কখনও প্রচার করিনি। এই দুই জিনিস থেকে বরাবর দূরে থেকেছি।'
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য় বলে সচিনের পকেটে আজ ৫০ মিলিয়ন ডলার রয়েছে। কিন্তু সচিন শুরুতে সাধারণ মধ্য়বিত্ত পরিবারের ছেলে ছিলেন। ফলে কেরিয়ারের শুরুতে তিনি ব্য়াটের স্টিকারে সিগারেট কোম্পানির প্রচার করার জন্য়, বিরাট অঙ্কের প্রস্তাবই পেতেন। কিন্তু তা তিনি হাসি মুখেই ফিরিয়ে দিতেন। সাধে কী আর সচিন! যাঁর বিন্দুমাত্র বিশেষণের প্রয়োজন নেই। কোটি কোটি ভক্তের রক্তমাংসের ভগবান তিনি। ক্রিকেট ধর্ম হলে তিনি প্রধান পুরোহিত। আবেগের মহাসুনামির শব্দকে বাঁধে 'সচিন...সচিন...সচিন...'!
এগারো বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছেন আলবিদা। পরিসংখ্য়ান বলছে আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি কেউ রান করতে পারেননি, এমনকী মোট সেঞ্চুরির সংখ্য়াতেও সবার আগে তিনি। টেস্টে ৫১ সেঞ্চুরির পাশাপাশি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে রয়েছে তাঁর ৪৯ সেঞ্চুরি। সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারদের তালিকায় সবার উপরে বিরাজমান লিটল মাস্টার। একশো সেঞ্চুরির মালিক ও মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। ২৪ বছরের দীর্ঘ বর্ণাঢ্য কেরিয়ারে রেকর্ড ২০০টি টেস্ট খেলেছেন সচিন। করেছেন ১৫৯২১ রান। ৪৬৩টি ওডিআই ম্য়াচে সচিনের রয়েছে ১৮৪২৬ রান। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ৩৪৩৫৭ রান রয়েছে সচিনের।
আরও পড়ুন: Gautam Gambhir: 'গার্লফ্রেন্ডকে ...'! কেকেআর তারকার প্রশ্ন গম্ভীরকে, মেন্টর কল্পনাও করেননি যা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)