আদালত অবমাননার দায় থেকে অনুরাগ ঠাকুরকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট

Updated By: Jul 14, 2017, 06:11 PM IST
আদালত অবমাননার দায় থেকে অনুরাগ ঠাকুরকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: অনুরাগ ঠাকুরকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট। বিসিসিআই-লোধা বিতর্কে মিথ্যা হলফনামা দিয়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন প্রাক্তন বোর্ড সভাপতি। সুপ্রিম কোর্ট অনুরাগ ঠাকুরের বিসিসিআইয়ে থাকার উপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সব পদ ছাড়তে হয় অনুরাগকে। এরপর বৃহস্পতিবার অনুরাগ নিঃশর্ত ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দেন। সুপ্রিম কোর্ট তা গ্রহণ করে আজ অব্যাহতি দিল অনুরাগকে। পাশাপাশি লোধা-বিসিসিআই বিতর্কে এন শ্রীনিবাসন ও নিরঞ্জন শাহকে নোটিস পাঠাচ্ছে সর্বোচ্চ আদালত। কারণ তারা আদালতের নির্দেশ অগ্রাহ্য করে বয়স সত্তর পেরিয়ে যাওয়া সত্ত্বেও বিসিসিআইয়ের ছাব্বিশে জুনের স্পেশাল জেনারেল মিটিংয়ে অংশ নিয়েছিলেন। পাশাপাশি বিক্রম লিমায়ে ও রামচন্দ্র গুহকে প্রশাসনিক কমিটি থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট।  

 

.