সেওয়াগের শেষ দরজাও বন্ধ করে দিলেন নির্বাচকরা, শাহরুখের অধিনায়কও বাতিলের খাতায়
জাতীয় দলে ফিরে আসার স্বপ্নে বড় ধাক্কা খেল বীরেন্দ্র সেওয়াগের। বাংলাদেশে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সম্বাব্য ৩০ জনের দলে ঠাঁই হল না বীরুর। অনেকেই ভেবেছিলেন অতীতের কথা ভেবে সেওয়াগকে ফেরার জায়গা করে দিতে হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর জন্য দরজা খুলে দেবেন নির্বাচকরা। কারণ টেস্টে মুরলী বিজয়-শিখর ধাওয়ান। আর ওয়ানডে তে রোহিত শর্মা-শিখর ধাওয়ান জুটিতে বেশ আস্থা নির্বাচকদের। সেখানে কুড়ি ক্রিকেটে সামান্য একটা সুযোগ ছিল বীরুর, কিন্তু সেটাও আজ বন্ধ হয়ে গেল।
জাতীয় দলে ফিরে আসার স্বপ্নে বড় ধাক্কা খেল বীরেন্দ্র সেওয়াগের। বাংলাদেশে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সম্বাব্য ৩০ জনের দলে ঠাঁই হল না বীরুর। অনেকেই ভেবেছিলেন অতীতের কথা ভেবে সেওয়াগকে ফেরার জায়গা করে দিতে হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর জন্য দরজা খুলে দেবেন নির্বাচকরা। কারণ টেস্টে মুরলী বিজয়-শিখর ধাওয়ান। আর ওয়ানডে তে রোহিত শর্মা-শিখর ধাওয়ান জুটিতে বেশ আস্থা নির্বাচকদের। সেখানে কুড়ি ক্রিকেটে সামান্য একটা সুযোগ ছিল বীরুর, কিন্তু সেটাও আজ বন্ধ হয়ে গেল।
তবে বীরেন্দ্র সেওয়াগের মত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরকেও ৩০ জনের দলে রাখা হয়নি। আজকের এই সিদ্ধান্তের পর পরিষ্কার দেশের হয়ে হয়তো আর কোনওদিন বীরু-গোতিকে একসঙ্গে ওপেন করতে দেখা যাবে না। তবে বীরু-গোতির দুর্দিনে হঠাত্ করে ভেসে উঠলেন হরভজন সিং। প্রজ্ঞান ওঝার বদলে হরভজন সিংকে রাখা হল টি টিয়োন্টি বিশ্বকাপের দলে। অবশ্য শেষ অবধি ১৫ জনের দলে যে ভাজ্জির অন্তর্ভুক্তির সম্ভাবনা কম সেটা অনেকটাই পরিষ্কার। ৩০ জনের দলে চমক সেভাবে নেই। তবে পার্থিব প্যাটেলকে দলে রাখাটা কিছুটা চমকই বলা চলে। রেলওয়েজের অলরাউন্ডার করণ শর্মা, কেদার যাদব আর এস নাদিমদের মত তরুণদের সুযোগ দেওয়াটাও একটা ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য দলে থাকলেন ৩৪ বছরের রজত ভাটিয়াও।
প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে এই টি ২০ বিশ্বকাপ। বাংলাদেশ আয়োজিত হতে চলা এই বিশ্বকাপে ভারতের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ।
৩০ জনের দল-- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, আম্বাতি এমএস ধোনি, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ভূবনেশ্বর কুমার, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, বিনয় কুমার, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা, কেদার যাদব, যুবরাজ সিং, অমিত মিশ্র, রজত ভাটিয়া, সঞ্জু স্যামসন, ঈশ্বর পাণ্ডে, উমেশ যাদব, উন্মুক্ত চাঁদ, মনদীপ সিং, হরভজন সিং, বরুন অ্যারন, এস নাদিম, পার্থিব প্যাটেল,করণ শর্মা
নিচে দেওয়া হল মহিলাদের সম্ভাব্য ৩০ জনের দল:
Mithali Raj, Harmanpreet Kaur, Karuna Jain, Smriti Mandhana, Amita Sharma, Poonam Raut, Jhulan Goswami, Niranjana Nagarajan, Shubhalakshmi Sharma, Rajeshwari Gaikwad, Veda Krishnamurthy, Ekta Bist, Sonia Dabir, Vanitha V.R., Anagha Deshpande, Gouhar Sultana, Archana Das, Sneh Rana, Snehal Pradhan, Shwetha Jadhav, Sushma Verma, Shika Pandey, Madhuri Mehta, M.D. Thirushkamini, Saika Ishaque, Neetu Jaiswal, Meghna Singh, Anita Lodhi, Ritu Dhrub, Asha S. Joy.