Australian Open 2020: তৃতীয় রাউন্ডেই বিদায় সাত-বারের চ্যাম্পিয়ন সেরেনার

প্রথম সেট জিতে নিলেও দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কামব্যাক করেন সেরেনা উইলিয়ামস।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 24, 2020, 11:48 AM IST
Australian Open 2020: তৃতীয় রাউন্ডেই বিদায় সাত-বারের চ্যাম্পিয়ন সেরেনার

নিজস্ব প্রতিবেদন : ২ ঘণ্টা ৪০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই। বিশ্বের ২৯ নম্বর চিনা প্রতিপক্ষের কাছে হার মানলেন ৩৮-এর সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন সাত বারের চ্যাম্পিয়ন।

শুক্রবার মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে চিনের কিঙ ওয়াঙ-এর মুখোমুখি হয়েছিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা উইলিয়ামস। প্রথম সেট জিতে নিলেও দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কামব্যাক করেন সেরেনা উইলিয়ামস। আর তৃতীয় সেটে সেরেনাকে হারিয়ে দিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে আসা চিনা প্রতিপক্ষ।

খেলার ফল কিঙ ওয়াঙ-এর পক্ষে ৬-৪, ৬-৭(২), ৭-৫।  তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন তারকা।

আরও পড়ুন- Australian Open 2020: ফোরহ্যান্ড রিটার্ন সজোরে লাগল বলগার্লের গালে, প্রথমে আদর পরে চুম্বন নাদালের

.