বোলার সাকিবকে ভয় পান সবাই কিন্তু পিতা সাকিবকে দেখলে চোখ জুড়োবে আপনার
তিনি সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা। তিনি দীর্ঘদিন দেশের অধিনায়কত্ব করেছেন। বাংলাদেশ থেকেই উঠে এসে বিশ্বক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার হয়েছেন। কেকেআরের হয়ে আইপিএলে খেলে চ্যাম্পিয়ন হয়েছেন আবার ক্যারিবিয়ান প্রমিয়র লিগে খেলেও চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু এ তো গেল খেলাধুলোর কথা। সাকিব যে আমার আপনার মতো পুরুষ মানুষও।
ওয়েব ডেস্ক: তিনি সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা। তিনি দীর্ঘদিন দেশের অধিনায়কত্ব করেছেন। বাংলাদেশ থেকেই উঠে এসে বিশ্বক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার হয়েছেন। কেকেআরের হয়ে আইপিএলে খেলে চ্যাম্পিয়ন হয়েছেন আবার ক্যারিবিয়ান প্রমিয়র লিগে খেলেও চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু এ তো গেল খেলাধুলোর কথা। সাকিব যে আমার আপনার মতো পুরুষ মানুষও।
আরও পড়ুন এ যেন মুখ আর আয়না
শিশিরকে বিয়ে করেছেন। দুজনকে মানায়ও বড্ড ভালো। যেমন শিশির, তেমনই সাকিব। আর ওঁদের দুজনের কন্যা সন্তানকে কি আপনি এরমধ্যে কখনও দেখেছেন? সেইজন্যই এই ছবিগুলো দিলাম। দেখে নিন একবার। চোখ জুড়িয়ে যাবে। বোলার শাকিবকে ভয় পান বিশ্বের প্রায় সব ব্যাটসম্যানই। কিন্তু পিতা সাকিবকে দেখলে আপনার বড্ড ভালো লাগবে।