Shikhar Dhawan, IPL 2022: ক্রোড়পতি লিগে ৬০০০ রান করে Kohli-র 'বিরাট' মাইলস্টোন টপকে গেলেন 'গব্বর'

শিখর ধাওয়ান এই রান ২০০তম ম্যাচে পূর্ণ করে নিলেন। 

Updated By: Apr 25, 2022, 08:40 PM IST
Shikhar Dhawan, IPL 2022: ক্রোড়পতি লিগে ৬০০০ রান করে Kohli-র 'বিরাট' মাইলস্টোন টপকে গেলেন 'গব্বর'
আইএপিল-এর ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৬০০০ রান পূর্ণ করলেন শিখর ধাওয়ান।ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: আইএপিল-এর (IPL) ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৬০০০ রান পূর্ণ করলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এর আগে এই ৬০০০ রানের গণ্ডি টপকে শীর্ষে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এখনও শীর্ষেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) প্রাক্তন অধিনায়ক। সোমবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super KIngs) বিরুদ্ধে এই নজির গড়লেন 'গব্বর'। গত তিন বছর দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) থাকার পর চলতি মরশুমের জার্সি গায়ে চাপিয়েছেন পঞ্জাব কিংসের (Punjab Kings) বাঁহাতি ওপেনার। 

এই মুহূর্তে ২১৫ ম্যাচে ৬৪০২ রান করে শীর্ষে রয়েছেন বিরাট। তবে ধাওয়ান এই রান ২০০তম ম্যাচে পূর্ণ করে নিলেন। এ দিন দ্বিতীয় ওভারের প্রথম বলে মহেশ থিকসানার ডেলিভারিকে অফ স্টাম্পের দিকে এক রান নিতেই এই মাইলস্টোন গড়ে ফেলেন তিনি। 

২০০৮ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল জগতে পা রেখেছিলেন 'গব্বর'। এরপর তিনি সানরাইজার্স হায়দরাবাদে চলে আসেন। তবে ২০১৯ সালে ফের দিল্লিতে ফিরে আসেন শিখর। প্রতি মরশুমেই দিল্লির হয়ে প্রচুর রান করেছিলেন। কিন্তু এ বার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তাঁকে ছেড়ে দিয়েছিল দিল্লি। এরপর নিলাম মঞ্চে শিখরকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও, পঞ্জাব এই মারকুটে ওপেনারকে তুলে নেয়। 

আরও পড়ুন: IPL 2022: ফর্ম হারানো Ishan Kishan-কে কী বার্তা দিলেন Mahela Jayawardene? জেনে নিন

আরও পড়ুন: Rohit Sharma, IPL 2022: টানা আট ম্যাচ হার, সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে কী লিখলেন 'হিটম্যান'? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.