Yashasvi Jaiswal And Shubman Gill: যেন জুটিতে লুটি, দুই তরুণের ধ্বংসলীলা! চলল রেকর্ড ভাঙার খেলা...
Shubman Gill-Yashasvi Jaiswal pair breaks T20I records: যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল ফ্লোরিডায় গিয়েব বিধ্বংসী মেজাজে ধরা দিলেন। অনবদ্য় যুগলবন্দিতে একের পর এক রেকর্ডে নাম লেখালেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে, আগামীর টিম ইন্ডিয়াকে পরখ করছে ম্যানেজমেন্ট। হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে তরুণ মুখদেরই সুযোগ এখানে। ক্যারিবিয়ান সফরে ব্যাট হাতে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমন গিল (Shubman Gill) ও তিলক বর্মারা (Tilak Varma) নিজেদের প্রমাণ করেছেন। নির্বাচকদের আস্থার দাম রেখেছেন। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দুরন্ত সাফল্যের জন্যই যশস্বী-তিলকদের জাতীয় দলের দরজা খুলেছে।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত দুরন্ত মেজাজে সিরিজে ফিরল। সৌজন্যে যশস্বী-শুভমনের ব্য়াট হাতে ধ্বংসলীলা। মার্কিন মুলুকে রাখা হয়েছে শেষ জোড়া টি-টোয়েন্টি। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে হচ্ছে খেলা। গত শনিবার চতুর্থ টি-২০ ম্যাচে উইন্ডিজ টস জিতে আট উইকেটে ১৭৮ রান ( শে হোপ ২৯ বলে ৪৫, শিমরন হেটমায়ার ৩৯ বলে ৬১) তুলেছিল। জবাবে ভারত ৯ উইকেটে এই ম্যাচ বার করে আনে হেসে-খেলে।
আরও পড়ুন: Team India: দেশের দুই তারকা ব্যাটার এবার বোলারের ভূমিকায়! চলে এল বিরাট আপডেট
ওপেন করতে নেমেছিলেন যশস্বী-শুভমন। যশস্বী অপরাজিত থাকেন ৫১ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে। ১৬৪.৭১-এর স্ট্রাইক রেটে পাগল করা টি-টোয়েন্টি ইনিংসে যশস্বী মেরেছেন ১১টি চার ও তিনটি ৬, রানের মুখ দেখলেন শুভমনও। এই ক্যারিবিয়ান সফরে শুভমন একেবারেই রানের মধ্যে ছিলেন না। জোড়া টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচে তাঁর মোট রান ছিল ১৮৭। তবে আমেরিকার জল-হাওয়ায় শুভমন আবার রানে ফিরলেন। ৪৭ বলে ৭৭ করলেন আই়পিএল সিক্সটিনের কমলা টুপির মালিক। তিনি তিনটি চার ও তিনটি ছয় মেরেছেন। শুভমনের স্ট্রাইক রেট ছিল ১৬৩.৮৩। যশস্বী-শুভমনের জুটিতে ১৫.৩ ওভার ভারত তুলেছে ১৬৫ রান। তিনে নেমে তিলক পাঁচ বলে সাত রান করে বাকি কাজ করেন যশস্বীর সঙ্গে। বলাই বাহুল্য যে যশস্বী-শুভমন এদিন রেকর্ড ভাঙার খেলায় মেতেছিলেন। দেখে নিন একবার তাঁদের ব্যাটে কী কী রেকর্ড হল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বাধিক টি-২০ রানের পার্টনারশিপ
১) যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল- ১৬৫ রান
২) বাবর আজম ও মহম্মদ রিজওয়ান- ১৫৮ রান
৩) কেভিন ও' ব্রায়েন ও পল স্টারলিং- ১৫৪ রান
৪) কুইন্টন ডি কক ও রেজা হেনরিক্স- ১৫২ রান
৫) মার্টিন গাপটিল ও কলিন মুনরো- ১৩৬ রান
ভারতের জার্সিতে সর্বাধিক টি-২০ রানের পার্টনারশিপ
১) দীপক হুডা ও সঞ্জু স্যামসন- ১৭৬ রান
২) যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল- ১৬৫ রান
৩) কেএল রাহুল ও রোহিত শর্মা - ১৬৫ রান
৪) শিখর ধাওয়ান ও রোহিত শর্মা - ১৬০ রান
৫) শিখর ধাওয়ান ও রোহিত শর্মা - ১৫৮ রান
রবিবার ১৩ অগস্ট সিরিজের শেষ টি-২০। এই ম্যাচ যে জিতবে, সিরিজে নাম লেখাবে সে।
আরও পড়ুন: Cristiano Ronaldo | Al-Nassr: অসম্ভবকে সম্ভব করলেন, জাদুকর একাই ক্লাবকে দিলেন ট্রফি! সাধে কী GOAT