ভক্তদের ভালবাসা! বাংলাদেশ দলের জন্য পাঁচ হাজার চিঠি পাঠালেন সমর্থকরা

প্রতিটা চিঠিতেই ঝড়ে পড়ছে টাইগারদের জন্য ভালবাসা, আবেগ।

Updated By: Jun 30, 2019, 02:38 PM IST
ভক্তদের ভালবাসা! বাংলাদেশ দলের জন্য পাঁচ হাজার চিঠি পাঠালেন সমর্থকরা

নিজস্ব প্রতিবেদন : হাতে লেখা চিঠি! যা কি না এখন বিলুপ্তির পথে। হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারের ভিড়ে প্রায় হারিয়ে গিয়েছে পোস্টকার্ড। কিন্তু এখনও পেন, পোস্টকার্ডে লেখা মনের কথায় আলাদা আবেগ ঝড়ে পড়ে। ভালবাসা, অন্তরিকতার ছোঁয়া ঝরে পড়ে পোস্টকার্ডে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ভক্তদের এমন ভালবাসা পাবেন বলে হয়তো আশা করেননি। কিন্তু ভক্তরা প্রিয় তারকাদের ভালবাসা দিতে কোনও কার্পণ্য করলেন না। ইংল্যান্ডে বিশ্বকাপে ব্যস্ত মাশরাফি, সাকিব, মুস্তাফিজুরদের জন্য উড়ে এল পাঁচ হাজার চিঠি। প্রতিটা চিঠিতেই ঝড়ে পড়ছে টাইগারদের জন্য ভালবাসা, আবেগ।

আরও পড়ুন-  খালি মাথায় মোটরবাইক চালালেন কিং খান, হেলমেট পরার উপদেশ সচিনের

১৬ কোটি দেশবাসীর দোয়া সঙ্গে নিয়ে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল বাংলাদেশ দল। এখনও পর্যন্ত কোনও বিশ্বকাপেই আহামরি কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশ। তাই বলে প্রিয় দলের প্রতি আনুগত্যে কোনও খামতি নেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। মাশরাফির দল ভাল করুক বা খারাপ, সমর্থকরা সব সময় উজাড় করা সমর্থন জুগিয়ে এসেছেন। এবারও তাই। এখনও পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়নি বাংলাদেশের। তাই প্রিয় দলের শুভকামনায় পাঁছ হাজার চিঠি পাঠালেন সমর্থকরা। প্রতিটা চিঠিই ভক্তরা লিখেছেন নিজেদের হাতে।

আরও পড়ুন-  দায়িত্ব নিয়ে আফগানদের ডুবিয়ে 'ভিলেন' নইব, আম্পায়ারদের বদন্যতাও পেল পাকিস্তান

সেই পাঁচ হাজার চিঠি সংগ্রহ করেছে ইংল্যান্ডে বাংলাদেশ দলের কাছে পাঠানোর ব্যবস্থা করেছেন এক বাংলাদেশী সমর্থক। লন্ডন থেকে সেই চিঠিগুলো সংগ্রহ করে মাশরাফির দলের কাছে পৌঁছে দেবেন আরেক সমর্থক। বার্মিংহামে হাইট রিজেন্সি হোটেলে রয়েছে বাংলাদেশ দল। সেই হোটেলে চিঠির প্রাপ্তি উপলক্ষে একটি ছোটখাটো অনু্ষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে চিঠিগুলি দেন সেই সমর্থক। 

.