Steve Smith: ৩২ সেঞ্চুরিতে লর্ডস প্রেম আরও রঙিন স্মিথের, তাঁর ব্যাটে দুয়ের তিন অনন্য রেকর্ড

Steve Smith equals Steve Waugh with latest chapter in Lords story: স্টিভ ওয়াকে স্পর্শ করলেন স্টিভ স্মিথ। পয়মন্ত লর্ডসে স্মিথ হাঁকালেন কেরিয়ারের ৩২ নম্বর সেঞ্চুরি।

Updated By: Jun 29, 2023, 05:56 PM IST
 Steve Smith: ৩২ সেঞ্চুরিতে লর্ডস প্রেম আরও রঙিন স্মিথের, তাঁর ব্যাটে দুয়ের তিন অনন্য রেকর্ড
সেঞ্চুরির পর স্মিথের সেলিব্রেশন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি অ্যাশেজ (The Ashes 2023) সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে বুধবার থেকে। লর্ডসে মহাযুদ্ধে মুখোমুখি যুযুধান দুই পক্ষ-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (England vs Australia)। লর্ডসের আগে এজবাস্টনে নেমেছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেটে জিতেছিল অজিরা। তবে এজবাস্টনে স্টিভ স্মিথের (Steve Smith) ব্যাট ছিল নীরব। দুই ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র ২২টি (১৬+৬) রান। এই প্রজন্মের এবং সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটারের হাত থেকে সেঞুরি না আসলে, ক্রিকেট ফ্যানদের মন কিছুতেই ভরে না। স্মিথও জানেন সে কথা। তবে এজবাস্টনের খেদ প্রাপ্তিতে বদলে গেল লর্ডসে। 

২০১০ সালে 'হোম অফ ক্রিকেট'-এ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক করা, স্মিথ তিন রেকর্ড করলেন এবার। লাল বলের ক্রিকেটে ৩২নম্বর সেঞ্চুরি করলেন তিনি। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক টেস্ট শতরানকারী হয়ে গেলেন। পাশাপাশি দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৯০০০ রান করলেন তিনি। ১৭৪ ইনিংল লাগত তাঁর। শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গাকারা টেস্টে নয়হাজারি হতে নিয়েছিলেন স্মিথের থেকে দুই ইনিংস কম।

আরও পড়ুন: টেস্টে অনন্য সেঞ্চুরি অজি স্পিনারের! বিশ্বের একমাত্র বোলার হিসেবে বিরল ইতিহাস

দ্বিতীয় অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়া টস হেরে প্রথমে ব্যাট করেছে। স্মিথের সেঞ্চুরিতে (১৮৪ বলে ১১০, ১৫টি চার) অজিরা প্রথম ইনিংসে তুলেছে ৪১৬ রান। স্মিথ তাঁর অ্যাশেজ কেরিয়ারে ১২ নম্বর সেঞ্চুরি হাঁকালেন। স্পর্শ করলেন জ্যাক হবস। ইংল্যান্ডের ব্যাটারেরও ছিল ১২টি অ্যাশেজ শতরান। স্মিথ এখন অ্যাশেজে সেঞ্চুরিকারীদের তালিকায় যুগ্মভাবে দুয়ে। স্মিথের আগে ডন ব্র্যাডম্যান। কিংবদন্তির ছিল ১৯টি অ্যাশেজ শতরান। স্মিথ কেরিয়ারের ৩২ নম্বর টেস্ট শতরান করে স্মর্থ করলেন আরেক অজি মহারথী স্টিভ ওয়াকে। তাঁরও আছে ৩২টি টেস্ট সেঞ্চুরি। স্মিথের আগে শুধু রিকি পন্টিং। তাঁর আছে ৪১টি টেস্ট সেঞ্চুরি।

কেরিয়ারের ৯৯ তম টেস্ট ম্য়াচ খেলছেন স্মিথ। ১৭৪ নম্বর ইনিংসে এসেছে তাঁর ৩২ সেঞ্চুরি। এর আগে কেউ এত তাড়াতাড়ি এই সেঞ্চুরি সংখ্যা স্পর্শ করতে পারেনি। লর্ডসের টেস্ট ব্যাটিং রেকর্ড যদি দেখা যায়, তাহলে স্মিথ চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে একাধিকবার টেস্ট শতরান করলেন। স্মিথের নাম থাকবে ওয়ারেন ব্র্যাডসলে (১৯১২, ১৯২৬), ডন ব্র্যাডম্য়ান (১৯৩০, ১৯৩৮), বিল ব্রাউনের (১৯৩৪, ১৯৩৮)  সঙ্গে। স্মিথ বুঝিয়ে দিলেন যে, তাঁর লর্ডস রোম্য়ান্স ছিল, আছে ও থাকবে।

(প্রতিবেদনে ব্যবহৃত ছবি ও ইনফোগ্রাফিক্স ক্রিকেট অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

 

 

.