অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের টিকিট পাবেন কোথা থেকে জানুন

Updated By: Oct 3, 2017, 09:16 AM IST
অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের টিকিট পাবেন কোথা থেকে জানুন

ওয়েব ডেস্ক: যুব বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার দিন। ইতিমধ্যেই শহরে পৌছে গেছে ইরাক আর টিম চিলি। অন্য দলগুলোও আসছে। আর পুজো মিটতেই বিশ্বকাপের টিকিটের চাহিদা তুঙ্গে। সল্টলেক স্টেডিয়ামের বাইরে থেকেই একমাত্র টিকিট বিক্রি হচ্ছে। তাই টিকিট কাউন্টারের বাইরে লম্বা লাইন। প্রথমবার কলকাতায় হতে চলেছে কোনও ফিফা বিশ্বকাপের ম্যাচ। তাই ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী থাকতে চাইছেন রাজ্যবাসী।

আরও পড়ুন টি২০ সিরিজের দলে সূযোগ না পেয়ে কী বললেন অজিঙ্কা রাহানে?

অন্যদিকে, যুব বিশ্বকাপের আগে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সব বিভাগের পদস্থ কর্তাদের নিয়ে যুবভারতীর ঘুরে দেখেন তিনি। সল্টলেক স্টেডিয়ামে এখন ফিনিশিং টাচ দেওয়ার পালা চলছে। যুবভারতীর টানেলের ঢোকার সামনের জায়গাটা ঢেকে দিয়েছে ফিফা। যার ফলে সংস্কার হওয়া যুবভারতীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। যা নিয়ে কিছুটা আপত্তি করেন ক্রীড়ামন্ত্রী। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যাবে বলেই আশা তাঁর।

আরও পড়ুন  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ভারত

.