কোহলির সেঞ্চুরিতে সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ম্যাচেও জয় ভারতের
আবারও সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির অপরাজিত ১২৯ রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেও দাপুটে জয় টিম ইন্ডিয়ার। প্রোটিয়াদের দেশে ৪-১ এ আগেই একদিনের সিরিজ জিতে নিয়েছিল ভারত। শুক্রবার ৮ উইকেটে জিতে সেই ব্যবধান ৫-১ করল টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন : আবারও সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির অপরাজিত ১২৯ রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেও দাপুটে জয় টিম ইন্ডিয়ার। প্রোটিয়াদের দেশে ৪-১ এ আগেই একদিনের সিরিজ জিতে নিয়েছিল ভারত। শুক্রবার ৮ উইকেটে জিতে সেই ব্যবধান ৫-১ করল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- ২০১৯ বিশ্বকাপ খেলবই: রায়না
শুক্রবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে আমলাদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক কোহলি। ভারতীয় বোলারদের দাপটে ৪৬.৫ ওভারে ২০৪ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। নবাগত পেসার শার্দুল ঠাকুর নিলেন ৪ টি উইকেট। ২ টি করে উইকেট নিলেন বুমরা ও চাহল। দক্ষিণ আফ্রিকার হয়ে খায়া জোন্ডো সর্বোচ্চ ৫৪ রান করেন। ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ২০৫।
দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে সাজঘরে পাঠিয়ে ভারতীয় শিবিরে ধাক্কা দিয়েছিলেন লুঙ্গি এনগিডি। ব্যাস ওই টুকুই। তারপর সুপার স্পোর্টস পার্কে সুপার সেঞ্চুরি শো বিরাট কোহলির। ‘মাইলস্টোন ম্যান’ এদিন একদিনের কেরিয়ারের ৩৫ তম শতরান করলেন অনায়াসে। ৯৬ বলে অপরাজিত ১২৯ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন কোহলি। ১৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারিতে সাজানো বিরাটোচিত ইনিংস। ৩৪ রানে অপরাজিত থেকে কোহলিকে যোগ্য সহায়তা দিলেন আজিঙ্কে রাহানে। ৩২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জয় ভারতের।
He's just a run machine! @imVkohli has his 35th ODI century! #SAvIND pic.twitter.com/rRXhnSX7ch
— ICC (@ICC) February 16, 2018
ম্যাচ ও সিরিজের সেরা বিরাট কোহলি। ১৭ বছর পর দেশের মাঠে লজ্জার সিরিজ হার দক্ষিণ আফ্রিকার। শেষবার ২০০১-০২ মরসুমে অস্ট্রেলিয়ার কাছে ১-৫ ব্যবধানে সিরিজ হেরেছিল প্রোটিয়ারা।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়