Vijay Hazare Trophy: ২০ ফেব্রুয়ারি শুরু টুর্নামেন্ট, অনুষ্টুপের নেতৃত্বে বাংলা দল খেলবে কলকাতাতেই
জৈব সুরক্ষা বলয়ে ৬টি কেন্দ্রে হবে গ্রুপ পর্বের ম্যাচ।
নিজস্ব প্রতিবেদন: করোনা বদলে দিয়েছে ঘরোয়া ক্রিকেট। ৮৭ বছরে এই প্রথমবার, BCCI সিদ্ধান্ত নিয়েছে, এবার আর রনজি ট্রফি আয়োজন করা হবে না। তার বদলে এবার শুধুই বিজয় হাজারে ট্রফি হবে। সেই মতো বিজয় হাজারে ট্রফির সূচি প্রকাশিত হল শনিবার। জৈব সুরক্ষা বলয়ে ৬টি কেন্দ্রে হবে গ্রুপ পর্বের ম্যাচ। বাংলা দল রয়েছে এলিট-E গ্রুপে। অনুষ্টুপের নেতৃত্বে বাংলা দল বিজয় হাজারের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কলকাতায়।
৩০ টি দলকে পাঁচটি এলিট গ্রুপে ভাগ করা হয়েছে। আর আটটি দল রয়েছে প্লেট গ্রুপে।
এলিট-A:গুজরাট, ছত্তীসগঢ়, হায়দরাবাদ, ত্রিপুরা, বরোদা, গোয়া (সুরাট)
এলিট-B:তামিলনাডু, পঞ্জাব, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড, বিদর্ভ, অন্ধ্রপ্রদেশ (ইন্দোর)
এলিট-C:কর্ণাটক, উত্তরপ্রদেশ, কেরালা, ওড়িশা, রেলওয়েজ, বিহার (বেঙ্গালুরু)
এলিট-D:দিল্লি, মুম্বই, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, রাজস্থান, পন্ডিচেরি (জয়পুর)
এলিট-E:বাংলা, সার্ভিসেস, জম্মু ও কাশ্মীর, সৌরাষ্ট্র, হরিয়ানা, চণ্ডীগড় (কলকাতা)
PLATE: উত্তরাখণ্ড, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, অরুণাচলপ্রদেশ, মিজোরাম, সিকিম (তামিলনাডু)
প্রতিটি দল বায়ো বাবলে প্রবেশ করবে ১৩ ফেব্রুয়ারি।
গ্রুপ স্টেজের খেলা হবে ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ।
নক আউট পর্ব - ৭ মার্চ থেকে ১৪ মার্চ।
আরও পড়ুন- Maradona’র হারিয়ে যাওয়া হিরের আংটি নিয়ে মেয়ে ও বান্ধবীর তুমুল লড়াই
শনিবার ২১ সদস্যের বাংলা দল বেছে নেওয়া হল। সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতোই বিজয় হাজারেতেও বাংলার নেতৃত্বে অনুষ্টুপ মজুমদার। সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন শ্রীবৎস গোস্বামী। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে জাতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। তাই বিজয় হাজারেতে তাঁকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে এখনও নিশ্চিত নন বাংলার নির্বাচকরা। এদিকে চোট পুরোপুরি সারেনি। রিহ্যাবে রয়েছেন মনোজ তিওয়ারি। তাই বিজয় হাজারেতে নেই তিনি। একনজরে দেখে নেওয়া যাক বিজয় হাজারে ট্রফির জন্য নির্বাচিত বাংলা দল-
অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), শ্রীবৎস গোস্বামী (সহ অধিনায়ক), বিবেক সিং, অভিষেক রমণ, সুদীপ চট্টোপাধ্যায়, কাইফ আহমেদ, ঋত্বিক চ্যাটার্জি, ঋত্বিক রায় চৌধুরী, শাহবাজ আহমেদ, অর্নব নন্দী, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামানিক, অরিত্র চ্যাটার্জি, সায়ন ঘোষ, শুভঙ্কর বল, সুদীপ ঘরামি, সুমন্ত গুপ্ত, *অভিমন্যু ঈশ্বরণ।
আরও পড়ুন- ISL 2020-21: মনবীর, রয় কৃষ্ণার জোড়া গোল, ওড়িশা বধ ATK Mohun Bagan-এর