এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাসে 'দঙ্গল গার্ল' ভিনেশ ফোগত

রক্ষণাত্মক খেলার জন্য সাবধানও করা হয় ভিনেশকে। এরপরই আক্রমণ করতে শুরু করেন তিনি ...

Updated By: Aug 20, 2018, 07:25 PM IST
এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাসে 'দঙ্গল গার্ল' ভিনেশ ফোগত

নিজস্ব প্রতিবেদন : এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে ভারতের ঘরে দ্বিতীয় সোনা এল সেই কুস্তির হাত ধরেই। বজরং পুনিয়ার পর কুস্তিতে সোনা জিতলেন ভিনেশ ফোগত। ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগে জাপানের ইউকি ইরিকে হারিয়ে এশিয়ান গেমসের মঞ্চে প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সোনা জিতে ইতিহাস গড়লেন 'দঙ্গল গার্ল' ভিনেশ।

আরও পড়ুন - এশিয়ান গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিলেন বজরঙ্গ পুনিয়া

৫০ কেজি ফ্রিস্টাইলে কুস্তিতে মহিলাদের ফাইনালে জাপানের ইউকি ইরির বিরুদ্ধে নেমেছিলেন ভিনেশ। রক্ষণাত্মক খেলার জন্য সাবধানও করা হয় ভিনেশকে। এরপরই আক্রমণ করতে শুরু করেন তিনি এবং ৪-০ ব্যবধানে এগিয়ে যান। নিষ্ক্রিয়তার অভিযোগে তাঁকে পেনাল্টির মুখেও পড়তে হয়। ৩০ সেকেন্ডের মধ্যে স্কোর করতেই হত ভিনেশকে। কিন্তু তা না পারায় জাপান এক পয়েন্ট পেয়ে যায়। কিন্তু এই পয়েন্ট ভিনেশকে সোনা জয় থেকে আটকাতে পারেনি। শেষ রাউন্ড ৪-১ এ জিতে যায় ভিনেশ। সব মিলিয়ে জাপানের ইউকিকে ৬-২ ব্যবধানে হারিয়ে ভারতের হয়ে দ্বিতীয় সোনা ও পঞ্চম পদক নিয়ে এলেন ভিনেশ ফোগত।

এশিয়ান গেমসের প্রথম দিন বজরংঙ্গের হাত ধরেই এসেছিল প্রথম সোনা। দ্বিতীয় দিন সেই ধারা ধরে রাখলেন ভিনেশ ফোগত। কুস্তিতেই এল ভারতের দ্বিতীয় সোনা।

.