সবার ওপরে বিরাট, সর্বকালের সেরা হওয়ার পথে কোহলি! বললেন সাঙ্গাকারা

ওর মধ্যে রানের খিদে রয়েছে দারুনভাবে। শুধু তাই নয় ওর টেকনিকও দারুন, একেবারে নিঁখুত বলা চলে।

Updated By: Feb 13, 2019, 07:01 AM IST
সবার ওপরে বিরাট, সর্বকালের সেরা হওয়ার পথে কোহলি! বললেন সাঙ্গাকারা

নিজস্ব প্রতিবেদন : বর্তমান প্রজন্মে বিরাটই বিশ্বের সেরা ক্রিকেটার। সেই সঙ্গে  আগামী দিনে কিংবদন্তি হওয়ার দিকেই এগোচ্ছেন কোহলি। ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন লঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বর্তমান প্রজন্মে কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ কিংবা জো রুট এদের সকলেই ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি। তাই তো ২০১৮ সালে আইসিসি-র বিচারে বর্ষসেরা ক্রিকেটার থেকে টেস্ট এবং একদিনের ক্রিকেটেও বর্ষসেরা হয়েছেন ভারত অধিনায়ক। বিরাট প্রসঙ্গে একটি টিভি চ্যানেলে সাক্ষাতকারে প্রাক্তন লঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছেন, " বিরাট সবার ওপরে। বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যদের থেকে অনেক এগিয়ে কোহলি। সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম। আগামী দিনে সর্বকালের সেরা হলেও অবাক হওয়ার কিছু নেই।"

আরও পড়ুন - ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেড বধ পিএসজি'র

পাশাপাশি বিরাট কোহলি সম্পর্কে তিনি আরও বলেন, " ওর মধ্যে রানের খিদে রয়েছে দারুনভাবে। শুধু তাই নয় ওর টেকনিকও দারুন, একেবারে নিঁখুত বলা চলে। ব্যাটিংয়ের ও ছন্দ ধরে রাখতে পারে। যেটা পরিবর্তন করা কঠিন। খুব তাড়াতাড়ি পরিস্থিতি বুঝে নিতে পারে। সেটা ওর হাভভাব দেখলেই বোঝা যায়। ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত ও।"  

 

.